॥ আশিকুর রহমান জুয়েল, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
শ নিবার (২৪ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ জেলায় সিরাজগঞ্জ সদর শহরের ইসলামিয়া কলেজ মাঠে সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় অনুষ্ঠিত হয়েছে।
জাতি-ধর্ম নির্বিশেষে সকলের প্রতি ইনসাফ কায়েম করা হবে। মানসম্মত স্বাস্থ্য নীতির মাধ্যমে জনস্বাস্থ্যের উন্নতি করব। আমরা দুর্নীতি করব না। আপনারা দুর্নীতিবাজদের বয়কট করুন।
উক্ত জনসভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির বলেন, আমরা সরকার গঠনের সুযোগ পেলে ইনশাআল্লাহ সবাইকে নিয়ে সরকার গঠন করব। জাতি-ধর্ম নির্বিশেষে সকলের প্রতি ইনসাফ কায়েম করা হবে। মানসম্মত স্বাস্থ্য নীতির মাধ্যমে জনস্বাস্থ্যের উন্নতি করব। আমরা দুর্নীতি করব না। আপনারা দুর্নীতিবাজদের বয়কট করুন। এবারের নির্বাচনে আপনারা চাঁদাবাজদের বয়কট করুন।
শফিকুর রহমান বলেন, সিরাজগঞ্জের তাঁত শিল্পের ব্যাপক উন্নয়ন করা হবে। তাঁত শ্রমিকদের উন্নয়নে কাজ করা হবে। এছাড়া সিরাজগঞ্জের যমুনা নদীর ভাঙ্গনে মানুষ প্রতি বছর সর্বশান্ত হয়। আমরা ক্ষমতায় গেলে যমুনা নদী খনন করব। যমুনার বাঁধ শক্তিশালী করবো। যমুনা নদী শাসনের মাধ্যমে সিরাজগঞ্জের উন্নতি করবো।
তিনি আরো বলেন, জামায়াতে সহ ইসলামী ১০ দলীয় জোট ক্ষমতায় গেলে নারীদের উন্নয়নে কাজ করব।
সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা শাহিনুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এবং সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী রফিকুল ইসলাম খান। সিরাজগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির এবং সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলী আলম, সিরাজগঞ্জ- ২ (সদর ও কামারখন্দ) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. জাহিদুল ইসলাম,সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের ১০ দলীয় নির্বাচনী জোটের খেলাফত মজলিসের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি এনায়েতুল্লাহ আব্দুর রউফ ও সিরাজগঞ্জ-৫ (শাহজাদপুর) আসনের ১০ দলীয় নির্বাচনী জোটের এনসিপি মনোনীত প্রার্থী এস এম সাইফ মুস্তাফিজ, সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি শহিদুল ইসলাম,সিরাজগঞ্জ জেলা শিবিরের সভাপতি আব্দুল আজিজ সহ জেলা, বিভিন্ন উপজেলা হইতে জামায়াতে ইসলামী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল