Friday , 9 May 2025

সাংবাদিক আতাউর রাজুর পিতার ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এতিমখানায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

॥ আরিফুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার তেলিপাড়া এলাকায় সাংবাদিক আতাউর রাজুর পিতার ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিল ও ইফতার আয়োজন করা হয়। বুধবার (১২/০৩/২০২৫) তারিখে উল্লাপাড়া তেলিপাড়া মাদ্রাসা ও এতিমখানায় এই আয়োজন অনুষ্ঠিত হয়।

 

এতিমখানার শিশুরা ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। মাহফিলে পবিত্র কোরআন তিলাওয়াত ও দোয়া পরিচালনা করা হয়, যেখানে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

উক্ত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক বীর মুক্তিযোদ্ধা জনাব মোস্তফা কামাল বকুল, শিক্ষক ও ইউটিউবার জনাব ফরহাদ হোসেন, সাংবাদিক আরিফুল ইসলাম ও কালের কন্ঠ উল্লাপাড়া প্রতিনিধি আতাউর রহমান রাজু প্রমুখ।

অনুষ্ঠানে এতিমখানার শিশুরা ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। মাহফিলে পবিত্র কোরআন তিলাওয়াত ও দোয়া পরিচালনা করা হয়, যেখানে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

Check Also

সিরাজগঞ্জ যমুনার চরাঞ্চলের প্রান্তিক সুবিধা বঞ্চিত সুফল ভোগিদের মাঝে ৪৯২০ টি মুরগি বিতরণ করলেন প্রাণী সম্পদ অফিস

॥ শাহ আলম,  সিরাজগঞ্জ  জেলা প্রতিনিধি ॥ বৃ হস্পতিবার ৮ মে ২০২৫ সকাল ১১.৩০ মিনিটে সদর …