Friday , 4 April 2025

পাংশা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

॥  মোক্তার হোসেন,  ষ্টাফ রিপোর্টার ॥

রা জবাড়ী জেলার পাংশা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে রবিবার (১৬ মার্চ) সংস্থার কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

স্বাগত বক্তব্য রাখেন পাংশা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী সাব্বির হোসেন শিমু। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন হাফেজ মো. আতিকুর রহমান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. আইয়ুব আলী।

পাংশা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বর্ষিয়ান সাংবাদিক অধ্যাপক মো. ইজাজুল হকের সভাপতিত্বে এবং পাংশা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মো. মোক্তার হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি হেলাল মাহমুদ, পাংশা শিল্প ও বণিক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন সরদার প্রমূখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন পাংশা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী সাব্বির হোসেন শিমু। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন হাফেজ মো. আতিকুর রহমান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. আইয়ুব আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশার এসিল্যান্ড মো. আমিনুল ইসলাম, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন, পাংশা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. রাশিদুল ইসলাম, পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আসলাম হোসেন, পাংশা পৌরসভার নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান, পাংশা পৌর বিএনপির সভাপতি, পাংশা শিল্প ও বণিক সমিতির নবনির্বাচিত সভাপতি মো. বাহারাম হোসেন সরদার, রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরন, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শিহাবুর রহমান, বাংলা ভিশন টিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক এম. দেলোয়ার হোসেন, পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, জুলাই বিপ্লবে রাজবাড়ী জেলা (২০২৪) গ্রন্থের সম্পাদক ও পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের পৃষ্ঠপোষক মো. সহিদুর রহমান, পাংশার ইতিহাস গ্রন্থের লেখক শেখ মুহাম্মদ সবুর উদ্দিন ও পাংশা প্রেসক্লাবের সদস্য সচিব জাকির হোসেন সরদার প্রমূখ উপস্থিত ছিলেন।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে ফিনান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি মাইনুদ্দিন মন্ডল, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি আসহাবুল ইয়ামিন রয়েল, ঢাকা পোস্টের রাজবাড়ী জেলা প্রতিনিধি মীর সামসুজ্জামান সৌরভ ও বিশিষ্ট ব্যবসায়ী কাজী মমিনুল ইসলাম মহর প্রমূখ উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে পাংশা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি সৈয়দ নূর-এ-এরফান ও মো. শহিদুল ইসলাম, পাংশা রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক সেলিম মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম আনোয়ার, সাংগঠনিক সম্পাদক মো. মুক্তার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান মিলন, সহ-দপ্তর সম্পাদক আজিজুল ইসলাম, অর্থ সম্পাদক হারুন-অর রশিদ, সহ-অর্থ সম্পাদক মো. মিজানুর রহমান, ক্রীড়া সম্পাদক শহর ইবনে হারেজ, সাংস্কৃতিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, কার্যনির্বাহী সদস্য সরদার আবু জালাল ও শেখ ইয়াছিন আলীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Check Also

রায়পুরায় ওয়ার্ড বিএনপি সভাপতিকে লক্ষ করে গুলি, প্রতিবাদে সড়কে আগুন, যান চলাচল ব্যহত

॥ সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥ নরসিংদীর রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের ৬নং ওয়ার্ড …