Friday , 16 January 2026

মোংলায় অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

জা টকা সংরক্ষণে মোংলা উপজেলার সুন্দরবন সংলগ্ন পশুর নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত বেহুন্দী জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করেছে মৎস্য বিভাগ।

নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে পরিচালিত অভিযানে দুইটি বড় নিষিদ্ধ বেহুন্দী জাল উদ্ধার করা হয়। যার বাজার মুল্য আনুমানিক দেড় লক্ষ টাকা। পরে উদ্ধারকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

শুক্রবার মোংলা উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মোংলা দিগরাজ নৌ ঘাঁটির বাংলাদেশ নৌ- বাহিনীর একটি দল সহায়তা করে।

মোংলা উপজেলার মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম জানান, নিষেধাজ্ঞা অমান্য করে কিছু জেলে অবৈধ জাল ব্যবহার করে মোংলা পশুর নদীতে মাছ শিকার করছে।এতে জাটকাসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা আটকে পড়ে, যা মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকি।

তিনি আরও জানান, নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে পরিচালিত অভিযানে দুইটি বড় নিষিদ্ধ বেহুন্দী জাল উদ্ধার করা হয়। যার বাজার মুল্য আনুমানিক দেড় লক্ষ টাকা। পরে উদ্ধারকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন মোংলা উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ।

তিনি আরো বলেন,ইলিশসহ দেশের মৎস্য সম্পদ রক্ষায় ৮ মাস এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানান তিনি। ১ নভেম্বর থেকে ১০ জুন ( আট মাস) মৎস্য সম্পদ ঝাটকা সংরক্ষণ মাস ।

Check Also

উল্লাপাড়ার প্রাথমিক বিদ্যালয়ে প্রশংসা পত্র দেওয়ার নামে অর্থ আদায় করায় প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

॥  আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া  ( সিরাজগঞ্জ)  প্রতিনিধি ॥ স রকারি নির্দেশনা উপেক্ষা করে শিক্ষার্থীদের কাছ …