Thursday , 15 January 2026

রায়পুরায় নিজের কাছে থাকা বন্দুকের গুলি বের হয়ে যুবক আহত!

॥ সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥

রায়পুরায় পুরনো একটি বন্দুক পরিষ্কার করার সময় গুলি বের হয়ে পায়ে লেগে নাদিম মিয়া (২২) নামে এক যুবক আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বুধবার (০২ অক্টোবর) দুপুরে উপজেলার কাচারিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

 

গুলিটি তার পায়ের এক পাশ দিয়ে ঢুকে অন্যপাশ দিয়ে বের হয়ে যায়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে এখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়।

আহত যুবক নাদিম মিয়া রায়পুরা উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দি এলাকার আরিফ মিয়ার ছেলে। জানা যায়, চার বছর আগের পুরনো একটি পিস্তল পরিষ্কার করছিলো নাদিম। তখন হঠাৎ পিস্তলটি থেকে গুলি বের হয়ে তার পায়ে লাগে।

গুলিটি তার পায়ের এক পাশ দিয়ে ঢুকে অন্যপাশ দিয়ে বের হয়ে যায়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে এখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়।

রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা.মফিজ বলেন, জানতে পেরেছি পুরনো একটি বন্দুক নিয়ে খেলা করার সময় গুলি বের গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Check Also

জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী হাফেজ রাহিমুল কে সংবর্ধিত করলেন- সিরাজগঞ্জ জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ

॥  শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ দ্বী নি শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি যুগোপযোগী …