Thursday , 3 April 2025

সিরাজগঞ্জে মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন” সম্মিলিত প্রয়াস ” চিকিৎসা সেবার জন্য অসুস্থ রোগীকে আর্থিক সহায়তা প্রদান করেছেন:

॥ শাহ আলম,  সিরাজগঞ্জ  জেলা প্রতিনিধি ॥

দে শ আমাকে কি দিয়েছে সেটা বড় কথা নয়,,আমি আপনি দেশ ও দেশের মানুষের জন্য কি করতে পেরেছি, কি দিতে পেরেছি, সেই টাই বড় কথা । এই প্রতিপাদ্যকে সামনে রেখে, সিরাজগঞ্জে বসবাসরত, রায়গঞ্জ -তাড়াশ -ও – সলঙ্গা বাসির সমন্বয়ে গঠিত, মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সম্মিলিত প্রয়াস সমাজের হত -দরিদ্র মানুষের সেবায় কাজ করে চলেছে।

 

এমন কার্যক্রম কে এলাকার সাধারণ গণমানুষ এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজ সাধুবাদ জানিয়েছেন। তারা বলেন এরকম মহতি কাজে সকল বৃত্তবান দের সহযোগিতার হাত বাড়ানো উচিত। তবেই দেশ এগিয়ে যাবে উন্নতির দিকে।

এই সংগঠনটি নিজেদের অর্থায়নে পরিচালিত হয়ে, সমাজের যে কোনো প্রতিকূল পরিবেশে মানুষের পাশে দাঁড়ায়। গতকাল শনিবার ২৯ মার্চ ২০২৫, সিরাজগঞ্জ জেলার, রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের, হোড়গাতী গ্রামের মজনু হোসেন দীর্ঘদিন যাবৎ জটিল রোগে ভুগছিলেন। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না।

এমতাবস্থায় তিনি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাহায্য প্রার্থনা করেন। এই বিষয়ে মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “সম্মিলিত প্রয়াস ” অফিসে সহযোগিতার আবেদন করলে, অফিস কর্তৃপক্ষ সর্ব সম্মতি ক্রমে চিকিৎসা ব্যয় বাবদ, জটিল রোগে আক্রান্ত মজনু হোসেনের হাতে নগদ ৫০০০/= টাকা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি এ.এইচ.এম, মহিবুল্লাহ মহিব, সিনিয়র সহ-সভাপতি ডেন্টিস্ট ডা: এম হাকিম বাবু, সাংস্কৃতি সম্পাদক মোঃ এরশাদুল হক এরশাদ, প্রচার সম্পাদক সাংবাদিক শাহ আলম প্রমুখ।

এমন কার্যক্রম কে এলাকার সাধারণ গণমানুষ এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজ সাধুবাদ জানিয়েছেন। তারা বলেন এরকম মহতি কাজে সকল বৃত্তবান দের সহযোগিতার হাত বাড়ানো উচিত। তবেই দেশ এগিয়ে যাবে উন্নতির দিকে।

Check Also

সাতক্ষীরার পরিবহন কাউন্টারে মোবাইল কোর্টের অভিযান: টিকিট কালোবাজারি রোধে কঠোর ব্যবস্থা

॥ মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা প্রতিনিধি ॥ সা তক্ষীরায় পবিত্র ঈদুল ফিতরের পরবর্তী যাত্রা নির্বিঘ্নে …