Wednesday , 8 January 2025

বিক্ষোভের মুখে মোংলায় বিএনপি কমিটি গঠন স্থাগিত

  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

দীর্ঘ ১৭ বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নেতৃত্ব শূন্য হয়ে পড়ে। গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতন হওয়ায় পুনরায় ঘুরে দাড়ানোর চেষ্টা করে দলটি।

এ লক্ষ্যে গত ২৪ ডিসেম্বর দলের কেন্দ্রীয় ঘোষনা অনুযায়ী জেলা বিএনপির অন্তর্গত সকল পর্যায়ের উপজেলা ও পৌর কিমিটি গঠনের জন্য মনিটিরিং টিম গঠন করা হয়।

 

 

নেতাকর্মীদের তোপের মুখে তিনি বলেন, পৌর শহরের প্রতিটি ওয়ার্ডে গিয়ে এ কমিটির সচ্ছতা যাচাই করে পুনরায় কমিটি তৈরীর ঘোষনা করা হবে।

সে অনসুযায়ী মোংলা উপজেলায় ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠনের জন্য তালিকা তৈরী করে স্থানীয় বিএনপির সাবেক নেতারা। সে তালিকা অনুযায়ী সোমবার (৬ জানুয়ারি) নতুন কমিটির নাম ঘোষনা করার কথা ছিল। কিন্তু সেই কমিটি গঠনে নিয়ে এদিন দুপুরে শহরে বিক্ষোভ করেছে বিএনপি ও এর অংঙ্গসংগঠনের তৃনমুল নেতাকর্মীরা।

মাঠ পর্যায় কমিটির তালিকায় আওয়ামী লীগের লোক অন্তর্ভূক্ত করায় তাদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। তালিকায় বিএনপির ত্যাগী কর্মীদের নাম না রেখে আওয়ামী লীগের সমর্থক ও সক্রিয় লোকজনের নাম আসায় রাস্তায় বিক্ষোভে ফেটে পরে বিএনপির তৃনমুলের দলীয় নেতাকর্মীরা।

পরে নেতা কর্মিদের বিক্ষোভের মুখে কমিটি গঠন স্থাগিত করে সম্মেলন প্রস্তুত কমিটি ও বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ কামরুল ইসলাম গোরা।

নেতাকর্মীদের তোপের মুখে তিনি বলেন, পৌর শহরের প্রতিটি ওয়ার্ডে গিয়ে এ কমিটির সচ্ছতা যাচাই করে পুনরায় কমিটি তৈরীর ঘোষনা করা হবে।

Check Also

সাতক্ষীরায় কাচ্চি ডাইন রেস্টুরেন্টে অভিযান ফুটেজ সংগ্রহকালে ফটো সাংবাদিকদের উপর হামলার

॥ মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা প্রতিনিধি ॥ সাতক্ষীরায় কাচ্চি ডাইন রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেছে ভোক্তা …