॥ আসাদুর রহমান হাবিব (দিনাজপুর) প্রতিনিধি ॥
দি নাজপুর জেলার ফুলবাড়ীতে দ্বিনি শিক্ষা ও জেনারেল শিক্ষার সমন্বয় ত্রিভাষিক বাংলা ইংরেজি আরবী ভাষায় দক্ষতা অর্জনের লক্ষ্যে আল আকসা মডেল মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে।
পুরাতন বন্দর নুরপুরে আল আকসা মডেল মাদ্রাসায় ত্রিভাষিক বাংলা ইংরেজি ও আরবী ভাষায় দক্ষতা অর্জনসহ হিফজ ও জেনারেল শিক্ষার সমন্বয়ে শিক্ষার মান উন্নয়নে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।
শুক্রবার ১২ ডিসেম্বর বিকেল সাড়ে ৫ টায় শিবনগর ইউনিয়নের বাসুদেবপুর পুরাতন বন্দর নুরপুরে আল আকসা মডেল মাদ্রাসায় ত্রিভাষিক বাংলা ইংরেজি ও আরবী ভাষায় দক্ষতা অর্জনসহ হিফজ ও জেনারেল শিক্ষার সমন্বয়ে শিক্ষার মান উন্নয়নে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে আল আকসা মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আফতার আলীর সভাপতিত্বে সাংবাদিক আজগর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত অতিরিক্ত সচিব আমিনুল হক তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্যেশ্যে ছেলেমেয়েদের শিক্ষা ও মেধা বিকাশে না না দিক নির্দেশনা প্রদান করেন। আমন্ত্রিত অতিথিরা ছিলেন উপজেলার শিবনগর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সামেদুল ইসলাম মাষ্টার বিশিষ্ট সমাজসেবক রফিকুল ইসলাম মন্টু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটিতে অভিভাবক সমাবেশে শিক্ষার মান ও শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী সহ না না দিক নির্দেশনা নিয়ে আলোচনা করা হয় পরিশেষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রঙ্গন শিল্পী গোষ্ঠীর ইসলামীক সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল