Thursday , 21 November 2024

কুমিল্লার চান্দিনায় আব্দুল জলিল সরকার স্মৃতি ট্রাস্টের উদ্বোধন

॥ বাবু মীর, কুমিল্লা জেলা প্রতিনিধি ॥

দুস্থ অসহায় মানুষের সেবা সহায়তা, প্রতিবন্ধী মানুষের জন্য ভাতা প্রদান, মসজিদ ঈদগা রক্ষণাবেক্ষণ, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সহায়তা, দরিদ্র অসহায় পরিবারের ছেলে মেয়েদের বিয়ের খরচ বাবদ অর্থ প্রদান, সর্বোপরি জাতি ধর্ম নির্বিশেষে সকল অভাবগ্রস্থ দরিদ্র জনগণের জন্য সম্ভাব্য সকল প্রকার সহযোগিতা প্রদান, হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, বৃদ্ধাশ্রম, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং বৈকালিক স্কুল ইত্যাদি কার্যক্রম পরিচালনা করার লক্ষ্য নিয়ে কুমিল্লার চান্দিনা হারং গ্রামে আব্দুল জলিল সরকার স্মৃতি ট্রাস্টের উদ্বোধন করা হয়েছে

 

 

দরিদ্র অসহায় পরিবারের ছেলে মেয়েদের বিয়ের খরচ বাবদ অর্থ প্রদান, সর্বোপরি জাতি ধর্ম নির্বিশেষে সকল অভাবগ্রস্থ দরিদ্র জনগণের জন্য সম্ভাব্য সকল প্রকার সহযোগিতা প্রদান

শুক্রবার সকাল ৯ টায় উক্ত প্রতিষ্ঠানের সভাপতি রাবেয়া বেগমের সভাপতিত্বে প্রতিষ্ঠানের প্রাঙ্গণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এর উদ্বোধন শেষে সমাবেশে বক্তব্য দেন অধ্যাপক ডাক্তার প্রান গোপাল দত্ত এমপি। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান তপন বকসী,পৌর মেয়র শওকত হোসেন ভূঁইয়া, অর্থ মন্ত্রণালয়ের উপসচিব শফিউল আলম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের উপ সচিব মোঃ সাইফুল ইসলাম, যুক্তরাষ্ট্রপ্রবাসী ডাক্তার শিরিন পারভীন, পাঞ্জেরী প্রকাশনী ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান শায়েখ,স্বাগত বক্তব্য দেন বেগম বদরুন্নেসা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শামসুন্নাহার নিলু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নরসিংদী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ আবুল খায়ের সরকার।

Check Also

মোংলায় রান্না ঘর থেকে আগুনে পুরলো দিন মজুরের মাথা গোজার ঠাই

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ মোংলায় আগুনে পুড়ে ছাই হয়েছে এক দিন মজুরের …