সোমবার , ১৬ সেপ্টেম্বর ২০২৪

পাংশায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

॥ সেলিম মাহমুদ, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি ॥

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা ভূমি অফিসের উদ্যোগে সোমবার (২২ মে) “স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়” প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি সেবা সপ্তাহ ২০২৩ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে র‌্যালী, আলোচনা, ভূমিহীনদের মাঝে কবুলিয়ত দলিল ও নামজারি খতিয়ানসহ অন্যান্য কাগজপত্র হস্তান্তর করা হয়।
জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে পাংশা উপজেলা ভূমি অফিস চত্বর থেকে ব্যানার-ফেসটুন সহকারে র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা ভূমি অফিস চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

 

অনুষ্ঠানে ১১টি ভূমিহীন পরিবারের মাঝে কবুলিয়ত দলিল ও নামজারি খতিয়ানসহ অন্যান্য কাগজপত্র হস্তান্তর করা হয়। জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা,

পাংশার এসিল্যান্ড মো. মাসুদুর রহমান রুবেলের সভাপতিত্বে ও পাংশা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান,

পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসানাৎ আল মতিন, পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ, উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ, ভেটেরিনারি সার্জন ডা. মো. মোত্তালিব আলী ও সাংবাদিক মো. মোক্তার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ১১টি ভূমিহীন পরিবারের মাঝে কবুলিয়ত দলিল ও নামজারি খতিয়ানসহ অন্যান্য কাগজপত্র হস্তান্তর করা হয়। জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Check Also

গাজীপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ৫ জনের মধ্যে ৩ জনই নরসিংদীর 

॥ সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥ শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টায় কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস …