॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥
রাজবাড়ীর গোয়ালন্দে মহান বিজয় দিবস উপলক্ষে মোস্তফা মুন্সী ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে চেয়ারম্যান কাপ শট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী খেলায় টি এস গোয়ালন্দ ক্রিকেটপ্রেমী একাদশ বনাম বরাট হাউজ ক্লাব একে অপরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে এতে টি এস গোয়ালন্দ ক্রিকেটপ্রেমী একাদশ জয়লাভ করে।
শনিবার (১৬ ডিসেম্বর) বিকেল ৩ টায় উজানচর ইউনিয়নের হারেজ মিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী। টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র।
এসময় গোয়ালন্দ উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিলন’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোস্তফা মুন্সী ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি ও মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিস লিমিটেড এর পরিচালক মো. সেলিম মুন্সী, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক শামীম শেখসহ স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ও ক্রীড়ামোদী মানুষ।
উদ্বোধনী খেলায় টি এস গোয়ালন্দ ক্রিকেটপ্রেমী একাদশ বনাম বরাট হাউজ ক্লাব একে অপরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে এতে টি এস গোয়ালন্দ ক্রিকেটপ্রেমী একাদশ জয়লাভ করে।