॥ মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥
রা জবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির শুক্রবার (২২ আগস্ট) বিকালে উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বাহাদুরপুর ইউপির বাগমারা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খান।বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার ও বাদ্যযন্ত্র সহকারে কর্মসূচিতে যোগ দেন। বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতির ফলে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি বিশাল সমাবেশে পরিণত হয়। সমাবেশে বেশ কিছু সংখ্যক নারীও উপস্থিত ছিলেন।
বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বাহাদুরপুর ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী খানের সভাপতিত্বে এবং বাহাদুরপুর ইউপি বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাহিদুর রহমান মোল্লার উপস্থাপনায় অনুষ্ঠানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, রাজবাড়ী জেলা বিএনপির নেতা পিন্টু, পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল আলম আকুল, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির নেতা মনিরুজ্জামান গাজী মানিক, পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিংকু, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, পাংশা উপজেলা বিএনপির সহ-সভাপতি ফজলুর রহমান ফজু, পাংশা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মিষ্টি, হাবাসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান প্রামানিক, পাংশা উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আলহাজ উদ্দিন, পাংশা উপজেলা বিএনপির সদস্য মাওলানা মোঃ আব্দুল ওহাব, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সদস্য আহম্মদ আলী মন্ডল, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু তালেব মোল্লাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার ও বাদ্যযন্ত্র সহকারে কর্মসূচিতে যোগ দেন। বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতির ফলে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি বিশাল সমাবেশে পরিণত হয়। সমাবেশে বেশ কিছু সংখ্যক নারীও উপস্থিত ছিলেন। এছাড়া সমাবেশে রাজবাড়ী জেলা ও পাংশা উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।