॥ আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥
দি নাজপুরের ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন বিজিবি কর্তৃক মালিকবিহীন মটরসাইকেলসহ ভারতীয় ইস্কফ সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
অভিযান পরিচালনা করে মালিকবিহীন একটি মটরসাইকেল ও ১৫ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ আটক করে বিজিবি। আটককৃত মটরসাইকেল ও ভারতীয় ইস্কফ সিরাপ এর আনুমানিক সিজার মূল্য ১ লক্ষ ১৬ হাজার টাকা।
শনিবার ৩ জানুয়ারী ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন বিজিবি’র অধীনাস্থ আমতলী বিওপির একটি নিয়মিত অভিযানিক দল চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন একটি মটরসাইকেল ও ১৫ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ আটক করে বিজিবি। আটককৃত মটরসাইকেল ও ভারতীয় ইস্কফ সিরাপ এর আনুমানিক সিজার মূল্য ১ লক্ষ ১৬ হাজার টাকা।
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন এর অধিনায়ক লে কর্নেল জাবের বিন জব্বার বিষয়টি নিশ্চিত করে প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি আরও জানান বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়মিত চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে আসছে মাদক অস্ত্র এবং নারী ও শিশু পাচারকারী চক্রের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকার কথাও জানান তিনি।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল