॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥
মোং লায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-সংশোধিত ২০২৩ সালের ১১ এর (গ) ধারায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ওমর ফিরোজ (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৩১আগষ্ট) সকালে বন্দরের মাধবি আবাসিক এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওমর ফিরোজ বুড়িরডাঙ্গা ইউনিয়নের আব্দুল রাজ্জাকের ছেলে। সে মোংলা বন্দর কর্তৃপক্ষের নৌযানের ইনল্যান্ড মাষ্টার পদে কর্মরত রয়েছেন।
এক পর্যায়ে তার বাবা সিদ্দিকুর রহমান টাকা খরচ করে স্বামী ওমর ফিরোজকে বন্দর কর্তৃপক্ষে চাকুরিতে ঢুকিয়ে দেন। এরপরও তাকে নির্যাতন করতে থাকে। নির্যাতন সহ্য করতে না পেরে ১৩ এপ্রিল তার বিরুদ্ধে খুলনার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যাল-১ এ মামলা দায়ের করেন।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিসুর রহমান জানান, আসামি ওমর ফিরোজের স্ত্রী রায়হানা শারমিন নারী ও শিশু নির্যাতন আইনে গত ১৩ এপ্রিল খুলনার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যাল-১ আদালতে মামলা দায়ের করেন। সেই মামলায় আসামি পলাতক ছিলেন। পরে তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারী পরায়ানা জারি করে হলে আসামি ওমর ফিরোজকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে তাকে বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
ওমর ফিরোজের স্ত্রী রায়হানা শারমিন বলেন, ২০১২ সালে বিয়ে হওয়ার কিছুদিন পর থেকে যৌতুকের দাবিতে তাকে নির্যাতন করে আসতো ওমর ফারুক। এক পর্যায়ে তার বাবা সিদ্দিকুর রহমান টাকা খরচ করে স্বামী ওমর ফিরোজকে বন্দর কর্তৃপক্ষে চাকুরিতে ঢুকিয়ে দেন। এরপরও তাকে নির্যাতন করতে থাকে। নির্যাতন সহ্য করতে না পেরে ১৩ এপ্রিল তার বিরুদ্ধে খুলনার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যাল-১ এ মামলা দায়ের করেন।