॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥
আ জ ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বাড়ানো এবং সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকারের লক্ষ্যে নানা আয়োজনে মোংলায় পালিত হয়েছে দিবসটি।
এ সময় বক্তারা বলেন, দুর্নীতি মুক্ত সমাজ গঠনে সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করতে হবে। দুর্নীতি একটি দেশের অর্থনীতি, উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি। তাই শিক্ষা, সততা, জবাবদিহিতা এবং প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করলেই দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব।
মঙ্গলবার সকাল ৯টায় মোংলা উপজেলা পরিষদ চত্বরে পতাকা উত্তোলন মানববন্ধন ও উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভার আয়োজন করেন মোংলা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। এ সময় বক্তারা বলেন, দুর্নীতি মুক্ত সমাজ গঠনে সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করতে হবে। দুর্নীতি একটি দেশের অর্থনীতি, উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি। তাই শিক্ষা, সততা, জবাবদিহিতা এবং প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করলেই দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব।
বক্তারা আরো বলেন, দিবসটি মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং দুর্নীতির বিরুদ্ধে দেশকে আরও শক্তভাবে এগিয়ে নিতে নতুন অঙ্গীকারের বার্তা দেয় এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতিবাজদের বয়কট করার দাবী জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী, সরকারি কমিশনার (ভূমি) নওসিনা আরিফ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মো: সেলিম, সাধারণ সম্পাদক মো: নুর আলম শেখ, মোংলা প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান সহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল