Monday , 13 October 2025

ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫-পালিত।

॥  আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ॥

দি নাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া প্রদর্শন ও আলোচনা করা হয়েছে।

 

 মিজানুর রহমান এর সঞ্চালনায় শিক্ষার্থীদের নিয়ে একটি র‌্যালী বের করে উপজেলা চত্বরে ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীদের উদ্যোগে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়।

সোমবার ১৩ অক্টোবর সকাল ১১টায় সারা দেশের ন্যায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলীর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান এর সঞ্চালনায় শিক্ষার্থীদের নিয়ে একটি র‌্যালী বের করে উপজেলা চত্বরে ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীদের উদ্যোগে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়।

মহড়া শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী প্রাকৃতিক দুর্যোগ অগ্নিকান্ড ও ভূমিকম্প মোকাবেলায় না না দিক নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি ও পৌর প্রশাসক মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা রিতা মন্ডল, প্রাথমিক শিক্ষা অফিসার আতিকুর রহমান, উপজেলা সমবায় অফিসার মাজহারুল ইসলাম, সেনাবাহিনীর ক‌্যাপ্টেন মোঃ কায়েস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, পৌর যুবদলের সদস‌্য সচিব মানিক মন্ডল , বেতদিঘী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, কাজিহাল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কাঞ্চন মিয়া, দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Check Also

কেন্দ্রীয় নেতার বকুলকে ‘ধানের শীষ’ছিনিয়ে নেয়ার হুমকি স্থানীয় বিএনপি নেতাকর্মীরা

॥ সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥ ন রসিংদী-৫ (রায়পুরা) আসনের বিএনপির ছয় মনোনয়ন …