Saturday , 13 September 2025

গোয়ালন্দে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥

নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। ১০ ডিসেম্বর রবিবার সকাল ১১ ঘটিকায় উপজেলার দৌলতদিয়ায় যৌনকর্মী ও তাদের সন্তানদের অদিকার নিয়ে কাজ করা বেসরকারী সংগঠন মুক্তি মহিলা সমিতি (এমএমএস) দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করে। র‍্যালীতে যৌনপল্লীর কয়েকশ যৌনকর্মী, শিশু ও এনজিও কর্মী অংশ নেন।

 

নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে।

মুক্তি মহিলা সমিতির সভানেত্রী মর্জিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন,সাধারন সম্পাদক শামীম শেখ প্রমুখ।

Check Also

১১০ জন সদস্য এক কণ্ঠে শপথ নিলেন পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার জন্য

॥ মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা প্রতিনিধি ॥ সা তক্ষীরার আশাশুনিতে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার অঙ্গীকারের …