Wednesday , 14 January 2026

সুবর্ণচরে আন্তর্জাতিক ইমিগ্রেন্ট মানবাধিকার ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

॥ মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি ॥

নো য়াখালীর সুবর্ণচরে আন্তর্জাতিক ইমিগ্রেন্ট মানবাধিকার ফাউন্ডেশন নোয়াখালী জেলার উদ্যােগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৩ টায় সুবর্ণচর উপজেলার চরবাটা খাসেরহাট জামে মসজিদ প্রাঙ্গনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গরিব ও অসহায় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করার কার্যক্রম শুরু হয়, যা ক্রমাগত অন্যান্য এলাকায় প্রদান করা হবে।

 

এ সংগঠনটি প্রবাসীদের অধিকারসহ সমাজের উন্নয়নে নানামুখী মানবিক কাজ করে যাচ্ছে। মানবতার কল্যাণে অদূর ভবিষ্যতে কাজের পরিধি আরো বৃদ্ধি করা হবে। উল্লেখ্য, প্রবাসীদের অধিকার আদায় সহ বিভিন্ন মানবিক কাজ করার লক্ষ্যে সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ. এম. মনিরুজ্জামানের উদ্যোগে ২০১৩ সাল থেকে এ সংগঠনের পথচলা শুরু হয়।

শীতবস্ত্র বিতরণে আন্তর্জাতিক ইমিগ্রেন্ট মানবাধিকার ফাউন্ডেশন নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক মো. তানভীর হোসেনের পরিচালনায় ও সংগঠনের সভাপতি এবং গ্রিন ফিউচার স্কুল এন্ড কলেজের শিক্ষক সার্জেন্ট (অব:) ওমর ফারুকের সভাপতিত্বে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন চরবাটা খাসেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার দাস, চরবাটা খাসেরহাট জামে মসজিদের খতিব মাওলানা আহছান উল্লাহ, আন্তর্জাতিক ইমিগ্রেন্ট মানবাধিকার ফাউন্ডেশন নোয়াখালী জেলার সাংগঠনিক সম্পাদক গাজী মো. আলী হায়দার ফারুক, সংগঠনের সদস্য সার্জেন্ট (অব:) মাইন উদ্দিন শামীম, দৈনিক কালবেলার সুবর্ণচর উপজেলা প্রতিনিধি খন্দকার দিদারুল আলম, সাবেক সেনা কর্মকর্তা ও সংগঠন সদস্য মো. হানিফ প্রমুখ।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথিরা প্রচন্ড শীতের মাঝে এই মানবিক সহায়তার জন্য সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আন্তর্জাতিক ইমিগ্রেন্ট মানবাধিকার ফাউন্ডেশনের সদস্যরা জানান, এ সংগঠনটি প্রবাসীদের অধিকারসহ সমাজের উন্নয়নে নানামুখী মানবিক কাজ করে যাচ্ছে। মানবতার কল্যাণে অদূর ভবিষ্যতে কাজের পরিধি আরো বৃদ্ধি করা হবে। উল্লেখ্য, প্রবাসীদের অধিকার আদায় সহ বিভিন্ন মানবিক কাজ করার লক্ষ্যে সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ. এম. মনিরুজ্জামানের উদ্যোগে ২০১৩ সাল থেকে এ সংগঠনের পথচলা শুরু হয়।

Check Also

রায়গঞ্জে কাজী ফার্মসের ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

॥ মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কাজী ফার্মসের একটি পণ্যবাহী …