নারীদের নিজ উদ্যোগে সাবলম্বি করে তুলতে এবং তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নোয়াখালীতে বিউটি পার্লার অ্যাসোসিয়েশন অফ নোয়াখালীর নতুন কমিটির পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।॥ এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥
সাংস্কৃতিক অনুষ্ঠান ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। এতে জেলার ১৫০টি পার্লারের বিউটি শিয়ান উপস্থিত ছিলেন।
রবিবার (১৫ ডিসেম্বর) দুপুর ১১ টায় শহরের মাইজদি গ্রিন হলে ফারহান ওনার অব বিউটি লিংকের সহযোগিতায় পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠান হয়েছে।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন নাহার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কমিটির প্রধান উপদেষ্টা নাইমুল হক, উপদেষ্টা অলি আহাদ,শাহ পরান বিউটি লিং এর স্বত্বাধিকারী মোঃ শাহ্ পরান,
এসময় ফেন্সি বিউটি মেকওভার এন্ড ট্রেনিং সেন্টারের স্বত্বাধিকারী ফেন্সি হুমাইরা কে সভাপতি, শখ বিউটি পার্লারের মারজাহান আক্তার কে সেক্রেটারি করে ৭ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির অন্যন্যরা হলেন, সহ সভাপতি জান্নাতুল ফেরদৌস অপরুপা,অর্থ সম্পাদক
নাছরীন মুন্না ফেমাস বিউটি পার্লার, প্রচার সম্পাদক তুলি আক্তার তুলি বিউটি পার্লার, সাংগঠনিক সম্পাদক
আনিকা শাম্মি বিউটি গাডেন পার্লার।
আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। এতে জেলার ১৫০টি পার্লারের বিউটি শিয়ান উপস্থিত ছিলেন।