Tuesday , 21 January 2025
(পাংশায় সোমবার সন্ধ্যায় ডায়াগনস্টিক এন্ড ক্লিনিক এ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির পরিচিতি সভা শেষে উপস্থিত সকলে ফটোসেশনে অংশ নেয়)

পাংশায় ডায়াগনস্টিক এন্ড ক্লিনিক এ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির পরিচিতি সভা

॥  কাজী ছাব্বির হোসেন শিমু, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি ॥

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা ডায়াগনস্টিক এন্ড ক্লিনিক এ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির পরিচিতি সভা সোমবার (১৩ জানুয়ারী) সন্ধ্যায় স্থানীয় আল-নূর ডায়াগনস্টিক সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

সভায় এ্যাসোসিয়েশনের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। শেষে উপস্থিত সবাই ফটোসেশনে অংশ নেয়।

নবগঠিত কমিটিতে রয়েছেন, সভাপতি পদে মৈশালা বাজারের জেনারেল হাসপাতালের মোঃ বাহারাম হোসেন সরদার, সহ-সভাপতি পদে নিউরো ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মোঃ মনজুরুল ইসলাম, লিজা হেলথ কেয়ারের মোঃ নিজাম উদ্দিন, ডক্টরস ল্যাবের পারভেজ খান সোহেল ও মদিনা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মোঃ আব্দুর রাজ্জাক।

সাধারণ সম্পাদক পদে আল নূর ডায়াগনস্টিক সেন্টারের মোঃ রফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে ইনসাফ স্পেশালাইজড ডায়াগনস্টিক সেন্টারের মোঃ জিল্লুর রহমান ও হামিদা মেডিকেল সেন্টারের মোঃ আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে নিউ সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারের জিল্লুর রহমান মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক পদে পপুলার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মোঃ হারুন অর রশিদ ও ইনসাফ স্পেশালাইজড ডায়াগনস্টিক সেন্টারের নাঈমুর রহমান দুর্জয়, অর্থ সম্পাদক পদে আল নূর ডায়াগনস্টিক সেন্টারের আবু সাল্লেক বিশ্বাস,

দপ্তর সম্পাদক পদে দিশা মেডিকেয়ারের তৌফিক হাসান লিমন, সহ-দপ্তর সম্পাদক পদে আধুনিক ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মোঃ আবুল হাশেম, প্রচার সম্পাদক পদে মা ও শিশু হাসপাতালের মোঃ রাশেদুজ্জামান রাশেদ, স্বাস্থ্য সম্পাদক পদে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের মোঃ রফিকুল ইসলাম।

কার্যনির্বাহী কমিটির সদস্য পদে, লিজা হেলথ কেয়ারের অরুণ কুমার সাহা, মেডিল্যান্ড হাসপাতালের মোঃ আক্তার হোসেন, এসএন ডায়াগনস্টিক সেন্টারের বাবুলাল সাহা, সনো ডায়াগনস্টিক সেন্টারের তাপস কুমার ঘোষ, এসএএস মেডিকেল সেন্টারের টিপু আহমেদ, এনআর ক্লিনিকের আবু রায়হান, রাইফা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মোঃ ফারুক আহমেদ, জনসেবা ডায়াগনস্টিক সেন্টারের মোঃ মনিরুল ইসলাম, মাছপাড়া ডিজিটাল ক্লিনিকের মোঃ সফিকুল ইসলাম, মঈন চক্ষু হাসপাতাল ও মডার্ন ডায়াগনস্টিক সেন্টার।

উপদেষ্টামন্ডলীতে রয়েছেন, ডাঃ সুফিয়া ইয়াসমীন, ডাঃ মোঃ নাসির উদ্দিন, ডাঃ কেএম আবু জালাল, ডাঃ মোঃ মিজানুর রহমান, ডাঃ মোঃ আক্তার হোসেন, ডাঃ মোঃ দেলোয়ার হোসাইন ও ডাঃ মোঃ গিয়াস উদ্দিন খান। সভায় এ্যাসোসিয়েশনের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। শেষে উপস্থিত সবাই ফটোসেশনে অংশ নেয়।

Check Also

দাবীকৃত চাঁদা না পেয়ে দোকান ভিটি দখলের চেষ্টা, আটক-১

॥ এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥ নোয়াখালী সদরে ২ লক্ষ টাকা দাবীকৃত …