॥ মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি ॥
স মাজে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত ইসলামী সমাজকল্যাণ পাঠাগারের উদ্যোগে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষা-২০২৫ এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়েছে।
পরীক্ষার ফলাফলে দুইটি ক্যাটাগরির মধ্যে ট্যালেন্টপুলে ২৩ জন এবং সাধারণ ক্যাটাগরিতে ৫৪ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে। পাঠাগারের পরিচালক জানান, তাদের এই মহতী কার্যক্রমে সমাজের বিত্তবান ব্যক্তিরা যদি সহযোগিতায় অংশগ্রহণ করে তাহলে আরো বৃহৎ পরিসরে শিক্ষা বিস্তারে তারা কাজ করার সুযোগ পাবেন।
বুধবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার চর জব্বর ইউনিয়নের উত্তর বাগ্যা সমিতির বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পাঠাগারের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইসলামী সমাজকল্যাণ পাঠাগারের অন্যতম সদস্য মাওলানা মো. ইসমাইল হোসেন সিরাজীর সঞ্চালনায় এবং বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক লোকমান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ নুরুন নবী, চর জুবিলী রাব্বানিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মো. দাউদ হোসাইন, বাইতুস সাইফ ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা মো. মনিরুজ্জামান জিহাদী প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে আলোচনাকালে বক্তারা ইসলামী সমাজকল্যাণ পাঠাগারের শিক্ষাবান্ধব কার্যক্রমের প্রশংসা করেন। এ সময় সংগঠনের সদস্যরা অদূর ভবিষ্যতে নানামুখী শিক্ষামূলক ও সামাজিক কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা তুলে ধরেন।
ইসলামী সমাজকল্যাণ পাঠাগারের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আবুল হাসানাত আবদুল্লাহর সার্বিক তত্ত্বাবধানে গত ১ নভেম্বর অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় মোট ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৪৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। উক্ত পরীক্ষার ফলাফলে দুইটি ক্যাটাগরির মধ্যে ট্যালেন্টপুলে ২৩ জন এবং সাধারণ ক্যাটাগরিতে ৫৪ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে। পাঠাগারের পরিচালক জানান, তাদের এই মহতী কার্যক্রমে সমাজের বিত্তবান ব্যক্তিরা যদি সহযোগিতায় অংশগ্রহণ করে তাহলে আরো বৃহৎ পরিসরে শিক্ষা বিস্তারে তারা কাজ করার সুযোগ পাবেন। অনুষ্ঠান শেষে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে অতিথিবৃন্দ বিভিন্ন পুরস্কার তুলে দেন।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল