Monday , 29 December 2025

সিরাজগঞ্জ-৪ আসনে মনোনয়ন ফর্ম জমা দেন জামায়াতের প্রার্থী রফিকুল ইসলাম খান।

॥  আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া  ( সিরাজগঞ্জ) জেলা প্রতিনিধি ॥

সন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া–সলঙ্গা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান মনোনয়ন ফর্ম জমা দেন আজ সোমবার বিকাল তিনটার দিকে তিনি উল্লাপাড়া উপজেলা কার্যালয়ে গিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আরিফ এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল বাশারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম জমা দেন।

 

 

এ সময় মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, সিরাজগঞ্জ-৪ আসনের সাধারণ মানুষ সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনে তার পাশে থাকবে।

মনোনয়ন ফরম জমাদান কালে উপজেলা কার্যালয় চত্বরে জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, সিরাজগঞ্জ-৪ আসনের সাধারণ মানুষ সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনে তার পাশে থাকবে।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, সাবেক আমির আব্দুস সামাদ মিয়া, দপ্তর সম্পাদক আব্দুল বারী, মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Check Also

সুন্দরবন থেকে ২৫ সালে অস্র ও গোলাবারুদ সহ  ৪৯ দস্যুদের   আটক করে  কোস্টগার্ড পশ্চিম জোন 

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ ২ ০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এক …