॥ মোক্তার হোসেন, ষ্টাফ রিপোর্টার ॥
রা জবাড়ী জেলার পাংশা পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে শনিবার (৫ এপ্রিল) পাংশা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ঈদ পুনর্মিলনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাংশা শাহ জুই (রঃ) কামিল মাদরাসার উপাধ্যক্ষ ডঃ মাওলানা মুহাম্মদ মাহবুবুর রমহান। অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পাংশা পৌর জামায়াতে ইসলামীর আমীর কাজী ফরহাৎ জামিল (রুপু কাজী)’র সভাপতিত্বে এবং পাংশা পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারী খোন্দকার মাওলানা মোঃ আব্দুল হালিমের উপস্থাপনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের কেন্দ্রীয় সভাপতি মোঃ আক্তারুজ্জমান এবং বিশেষ মেহমান হিসেবে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মসলিসে শূরা সদস্য ও রাজবাড়ী জেলা আমীর এ্যাডভোকেট মোঃ নুরুল ইসলাম বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাংশা শাহ জুই (রঃ) কামিল মাদরাসার উপাধ্যক্ষ ডঃ মাওলানা মুহাম্মদ মাহবুবুর রমহান। অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।