॥ আশিকুর রহমান, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
কে ন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে, সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা জামায়াতের উদ্যোগে, জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল হাসেম সরকার বলেন, আগামী জাতীয় নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতেই হতে হবে। জনগণের ভোটের সঠিক মূল্যায়নে পিআর পদ্ধতির কোনো বিকল্প নেই। এখন জনগণ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের একমাত্র পথ হচ্ছে একটি উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচন। এজন্য একটি সমতল মাঠ নিশ্চিত করতে হবে এবং ফ্যাসিবাদের দোসরদের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
আজ শুক্রবার ( ২৬ সেপ্টেম্বর)বিকেলে উপজেলার বাহেলা আল আমান জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেরনগর ফাজিল মাদ্রাসার সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা শাখার নায়েবে আমীর উপাধ্যক্ষ্য মাওলানা আবুল হাসেম সরকার।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাজহারুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা মাহবুবুর রশিদ শামীম,উপজেলা অফিস সেক্রেটারী মাওলানা আবুল হোসেন ভূঁইয়া, পৌর জামায়াতের আমীর মাওলানা সারোয়ার হুসাইন, ধুকুরিয়াবেড়িয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সানোয়ার হোসাইন, ভাঙ্গাবাড়ী ইউনিয়ন জামাতের আমীর মাওলানা আহসান হাবীব,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা শিবির সভাপতি ইউসুফ বাবু, সেক্রেটারী আরিয়ান ইসমাইল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল হাসেম সরকার বলেন, আগামী জাতীয় নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতেই হতে হবে। জনগণের ভোটের সঠিক মূল্যায়নে পিআর পদ্ধতির কোনো বিকল্প নেই। এখন জনগণ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের একমাত্র পথ হচ্ছে একটি উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচন। এজন্য একটি সমতল মাঠ নিশ্চিত করতে হবে এবং ফ্যাসিবাদের দোসরদের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
তিনি আরও বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে নতুন কোনো ফ্যাসিবাদের জন্ম হবে না এবং প্রতিটি ভোটের মূল্যায়ন হবে। যারা নির্বাচনে কেন্দ্র দখল করতে চায়, কালো টাকার বিস্তার ঘটাতে চায়, তারাই এই পদ্ধতির বিরোধিতা করছে। তিনি জোর দিয়ে বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে ও বাস্তবায়নে প্রয়োজনে গণভোটের আয়োজন করতে হবে।