Sunday , 25 January 2026

সুবর্ণচরে জামায়াতের এমপি প্রার্থীর নির্বাচনী গণসংযোগ ও পথসভা

॥ মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি ॥

সন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নোয়াখালীর সুবর্ণচরে জামায়াতের নোয়াখালী সংসদীয়-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা আমীর ইসহাক খন্দকারের নির্বাচনের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

 

ইসহাক খন্দকার জাতীয় সমস্যা ও সুবর্ণচরের সমস্যাগুলো তুলে ধরে জামায়াত ক্ষমতায় সেগুলো সমাধানে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীসহ সকলকে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদানের জন্য আহ্বান জানান। পথসভা শেষে স্থানীয় বৈরাগী বাজারে দাঁড়িপাল্লা মার্কার পক্ষে নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেল চারটায় ইসহাক খন্দকার নেতাকর্মীদের নিয়ে উপজেলার চর জব্বর থানা মোড় ও হালিম বাজারে নির্বাচনী প্রচারণায় গণসংযোগ করেন। গণসংযোগ শেষে চর আমান উল্লাহ ইউনিয়নের বৈরাগী বাজার সংলগ্ন জব্বারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। পথসভা অনুষ্ঠানে উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মো. দিদারুল আলমের সঞ্চালনায় এবং জামায়াতে ইসলামীর চর আমান উল্লাহ ইউনিয়ন সভাপতি ফয়সাল বিন মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নির্বাচনী ইশতিহার তুলে ধরে বক্তব্য রাখেন প্রার্থী ইসহাক খন্দকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র শিবিরের তথ্য সম্পাদক আবু সাঈদ সুমন, নোয়াখালী-৪ আসনের জামায়াত প্রার্থীর নির্বাচন পরিচালক ও জেলা জামায়াত নেতা হাফেজ মো. আব্দুল্লাহ, জেলা জামায়াতের শূরা ও কর্ম পরিষদ সদস্য বিশিষ্ট সমাজসেবক ডা. বোরহান উদ্দিন, নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট তাজুল ইসলাম, সুবর্ণচর উপজেলা জামায়াতের ইসলামের আমীর মাওলানা জামাল উদ্দিন, ছাত্রশিবিরের জেলা দক্ষিণের সভাপতি সাইফুর রসুল ফুয়াদ, বিশিষ্ট সমাজ সেবক ডাক্তার কার্তিক মজুমদার, উপজেলা জামায়াতের সেক্রেটারি জামান উল্লাহ মুকুল, চর আমান উল্লাহ ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মাওলানা আবুল কালাম প্রমুখ।

অনুষ্ঠানে আলোচনা করার সময় ইসহাক খন্দকার জাতীয় সমস্যা ও সুবর্ণচরের সমস্যাগুলো তুলে ধরে জামায়াত ক্ষমতায় সেগুলো সমাধানে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীসহ সকলকে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদানের জন্য আহ্বান জানান। পথসভা শেষে স্থানীয় বৈরাগী বাজারে দাঁড়িপাল্লা মার্কার পক্ষে নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে।

Check Also

দিনব্যাপী ছোটভাকলা ইউনিয়নে গণসংযোগ বিগত ১৭ বছর এদেশের মানুষ ভোট দিতে পারে নাই–আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

॥  আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥ বাং লাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর জাতীয় নির্বাহী …