Saturday , 22 November 2025

উল্লাপাড়ায় গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান

॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সি রাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়ে দিন রাত ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও দলীয় মনোনীত এমপি প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান।

 

স্থানীয় বাসিন্দারা জানান, বহুদিন পর এলাকায় কোনো প্রার্থী এত নিবিড়-ভাবে মানুষের সঙ্গে যোগাযোগ করছেন। বিশেষ করে ছোট উঠান বৈঠকে তরুণ থেকে বৃদ্ধ সবার

প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত তিনি উল্লাপাড়ার বিভিন্ন গ্রাম, বাজার, পাড়া-মহল্লায় গণসংযোগ, উঠান বৈঠক, সাধারণ সভা, পথসভায় শুভেচ্ছা বিনিময় ও সমস্যার খোঁজ-খবর নিয়ে চলেছেন।

গণসংযোগের অংশ হিসেবে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে গিয়ে সরাসরি ভোটারদের সঙ্গে কথা বলেছেন। সাধারণ মানুষের জীবনযাত্রা, কৃষকদের সমস্যা, বেকার যুবকদের কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য সেবার সমস্যা সবকিছু মনোযোগ দিয়ে শুনছেন তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, বহুদিন পর এলাকায় কোনো প্রার্থী এত নিবিড়-ভাবে মানুষের সঙ্গে যোগাযোগ করছেন। বিশেষ করে ছোট উঠান বৈঠকে তরুণ থেকে বৃদ্ধ সবার মতামত মনোযোগ দিয়ে শুনে নোট করছেন তিনি।

গণসংযোগ চলাকালে রফিকুল ইসলাম খান বলেন,
উল্লাপাড়ার মানুষের ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। আমি রাজনীতি করি মানুষের অধিকার, ন্যায়বিচার ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করার জন্য। আমি ছাত্রজীবন থেকেই উল্লাপাড়া বাসী’র জন্য কাজ করে যাচ্ছি। এক্ষেত্রে কে কোন দল করে সেটা দেখি না- সে আমার জন্মভূমি উল্লাপাড়া উপজেলা তথা সিরাজগঞ্জের মানুষ কিনা সেই হিসেবে পাশে থেকেছি। গরীব ছাত্রদের পড়ালেখার ব্যবস্থা করা, অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, বন্যার কবলিত মানুষের পাশে থাকা, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা দেয়া সহ মানুষের বিভিন্ন সমস্যার সমাধানে পাশে থাকার চেষ্টা করেছি। এছাড়া সাধ্য অনুযায়ী উপজেলার বিভিন্ন রাস্তা ঘাট মেরামত, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, অজুখানা নির্মাণ ও মেরামত কাজ করেছি। ফ্যাসিস্ট সরকারের সময় দীর্ঘদিন কারাগারে থাকলেও দলের নেতৃবৃন্দের মাধ্যমে উল্লাপাড়া বাসীর খোঁজখবর নিয়েছি। গরীব অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা, বিধবা নারীদের স্বাবলম্নী লক্ষ্যে ছাগল,গরু প্রদান, পানির সমস্যা সমাধানের জন্য বিভিন্ন সংস্থার মাধ্যমে প্রায় ১ হাজার টিউবওয়েল বিতরণ করা হয়েছে।

এই আসনের শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসেবা, সড়ক যোগাযোগ উন্নয়নের জন্য সুস্পষ্ট পরিকল্পনা হাতে নিয়েছি। সুযোগ পেলে জনগণের সাথে মিলেই আমরা একটি নিরাপদ, আধুনিক, মানবিক, উন্নত সমাজ গড়ে তুলব।

তিনি আরও বলেন, এই এলাকায় বহু সম্ভাবনা আছে, কিন্তু সঠিক নেতৃত্বের অভাবে উন্নয়ন থেমে আছে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি উল্লাপাড়ার প্রতিটি নাগরিক তার ন্যায্য অধিকার ফিরে পাবে।

তার গণসংযোগকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যেও উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। বিভিন্ন স্থানে তাকে গ্রামগঞ্জে সাধারণ মানুষেরা বুকে জড়িয়ে বরণ করে নেওয়া হয়। নেতাকর্মীরা জানাচ্ছেন, মাঠে তার সক্রিয় উপস্থিতির কারণে নির্বাচনী এলাকায় নতুন প্রাণ ফিরে এসেছে।

ভোটার বলছেন , তারা উন্নয়ন, শান্তি ও সুশাসন চান। নতুন প্রজন্মের ভোটাররা কর্মসংস্থান, আধুনিক শিক্ষা ও প্রযুক্তি সুবিধা বৃদ্ধির দাবি জানান।

নির্বাচন সামনে রেখে প্রতি-দিনই বাড়ছে তার গণসংযোগের গতি। ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ, মত-বিনিময় ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করে আসন্ন নির্বাচনে জয়ের লক্ষ্যে প্রচারণা চালিয়ে যাচ্ছেন মাওলানা রফিকুল ইসলাম খান।

Check Also

দক্ষ জনবল এবং অর্থের অভাবে বাংলাদেশ… মোমিন মেহেদী

॥ নিজস্ব প্রতিনিধি ॥ দ ক্ষ জনবল নেই বলে, অর্থনৈতিক বিনিয়োগের শক্তি নেই বলে আমাদের দেশের …