Wednesday , 16 July 2025

উল্লাপাড়ায় সরকারী অফিস দখল করে জামায়াতের দলীয় কার্যালয়

॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥

সি রাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা সদরে অবস্থিত তুলা উন্নয়ন বোর্ডের সরকারী একতলা পাকা ভবন দখল করে জামায়াত ইসলামীর দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে।

 

৫নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সেখানে বসেন। আশপাশের সরকারী অফিসগুলোর লোকজনের সাথে কথা বলে ভবনটি ব্যবহারের জন্য নেওয়া হয়েছে। কোন সময় সরকারী কাজে প্রয়োজন হলে আমরা ভবনটি ছেড়ে দেব।

অফিসটিতে উল্লাপাড়া পৌর জামায়াতের ৫নং ওয়ার্ডের সাইন বোর্ড লাগানো হলেও উপজেলা জামায়াতের নেতাকর্মীরা নিয়মিত সেখানে উঠাবসা করেন। এর আশপাশে উল্লাপাড়া সদর ইউপির অফিসসহ আরো কয়েকটি সরকারী অফিস রয়েছে। প্রায় ২/৩ মাস যাবত এ অবস্থা চললেও কেউ তাতে বাধা দেয়নি। বিষয়টি নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শাহজাহান আলী সোমবার বিকেলে বলেন, ১৫/২০ বছর যাবত ভবনটি পরিত্যক্ষ অবস্থায় ছিল। ২/৩ মাস আগে ভবনের দুইটি কক্ষ সংস্কার করে স্থানীয় ৫নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সেখানে বসেন। আশপাশের সরকারী অফিসগুলোর লোকজনের সাথে কথা বলে ভবনটি ব্যবহারের জন্য নেওয়া হয়েছে। কোন সময় সরকারী কাজে প্রয়োজন হলে আমরা ভবনটি ছেড়ে দেব। পরিত্যক্ষ ভবনটি আমাদের নেতাকর্মীরা ব্যবহার করছে, এটাকে দখল বলা ঠিক হবে না।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, বিষয়টি আমার জানা নেই। দ্রুত খোঁজ নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। এ বিষয়ে জানতে উল্লাপাড়া উপজেলা তুলা উন্নয়ন কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Check Also

রাজনীতি মানে মানুষের সেবা, নিজের সুবিধা নয়——– এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদ

॥  আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি ॥ “রা জনীতি মানে মানুষের সেবা, নিজের সুবিধা নয়। …