॥ মোংলা প্রতিনিধি ॥
সু মোংলায় সাংবাদিক মাসুদ রানা ( রেজা মাসুদ) এর নামে সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে ছবি এডিট করে অসত্য ও অপপ্রচার ছাড়ানোর অভিযোগ উঠে পৌর শহরেরর ৯ নং ওয়ার্ডের কেওড়াতলা এলাকার মাদক ব্যাবসায়ী রাজ্জাক তালুকদারের মেয়ে জামাই নাহিন ইসলামের বিরুদ্বে।মাদক ব্যাবসায়ী রাজ্জাক ও নাহিন আমাকে এবং আমার পরিবারকে এলাকাছাড়া করার হুমকি দিচ্ছে।তাই আমার এবং আমার পরিবারের নিরাপত্তা হীনতায় ভুগছি। নাহিন মোংলা পৌর শ্রমিক লীগের সভাপতি ফিরোজ শাহার আপন শ্যালক।
মাদক ব্যাবসায়ী রাজ্জাক ও তার মেয়ে জামাই নাহিন সহ তার মাদক বিক্রির দলবলের বিরুদ্বে মাদকের তথ্য প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে নাহিন ফেসবুকে ছবি এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালায়। যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিযুক্ত ব্যক্তি নাহিন ইসলাম ও তার ব্যাক্তিগত ফেসবুক আইডি লিংক – https://www.facebook.com/share/1BhGNDPZAR/
নামের আইডি থেকে ছবি বিকৃতি করে মানসম্মান হানিকর এবং অপ্রীতিকর বিভিন্ন পোস্ট করে অসত্য ও অপপ্রচার চালাচ্ছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা ও মানহানিকর তথ্য পোস্ট করার মাধ্যমে মাসুদ রানা – রেজা মাসুদের পরিবারের সুনাম হেয় প্রতিপন্ন করার চেস্টা করে মাদক ব্যাবসায়ীর জামাই নাহিন।

মাসুদ রানা ( রেজা মাসুদ) বলেন, মোংলায় মাদকের বিরুদ্বে লেখালেখির কারণে নাহিন ইসলাম এ সব অপপ্রচার করেন।তার সাথে আমার ব্যক্তিগত কোন ঝামেলা নেই। এরপর থেকে নাহিন ইসলাম আমার ব্যাক্তিগত ফেসবুক থেকে আমার ছবি ডাউনলোড করে তা ব্যবহার করে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা ও মানহানিকর তথ্য পোস্ট করার মাধ্যমে আমার এবং আমার পরিবারের সুনাম অপূরনীয় ক্ষতিসাধন করে যাচ্ছে।
মাদক ব্যাবসায়ী রাজ্জাক ও নাহিন আমাকে এবং আমার পরিবারকে এলাকাছাড়া করার হুমকি দিচ্ছে।তাই আমার এবং আমার পরিবারের নিরাপত্তা হীনতায় ভুগছি। নাহিন মোংলা পৌর শ্রমিক লীগের সভাপতি ফিরোজ শাহার আপন শ্যালক।
অভিযুক্ত নাহিন ইসলামকে পাওয়া না যাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান বলেন, নাহিন ইসলাম ফেসবুকে ছবি বিকৃতি করে অসত্য ও অপপ্রচার এবং আপত্তিকর পোস্ট করেছে বলে সাংবাদিক মাসুদ রানা বিষটি মৌখিক ভাবে জানান আমাকে । এ বিষয়ে সাংবাদিক মাসুদ রানা লিখিত অভিযোগ করলে, বিষয়টি অধিকতর তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান থানার এ কর্মকর্তা।