॥ আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি ॥
গা জীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ এর রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে নির্মম ভাবে কুপিয়ে হত্যাসহ সারাদেশে সাংবাদিকদের উপর বর্বরোচিত হামলা নির্যাতন নিপীড়নের প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে মানববন্ধন করেন সাংবাদিকবৃন্দরা।
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাসহ সাংবাদিক আনোয়ার হোসেন ও সাংবাদিক মফিজুল ইসলাম এর উপর ঘটে যাওয়া এই বর্বরোচিত হামলা জাতির চতুর্থ স্তম্ভের প্রতি আঘাত এবং তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সোমবার ১১ই আগস্ট সকাল ১১ টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে উপজেলার সকল সাংবাদিকবৃন্দরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আল আমিন বিন আমজাদের সঞ্চালনায়,বক্তব্য রাখেন বাংলাদেশ সমাচারের সিনিয়র রিপোর্টার
ফুলবাড়ী সিটি প্রেসক্লাবের সভাপতি সাপ্তাহিক ফুলবাড়ী বার্তার সম্পাদক ও প্রকাশক মোঃ তাজমিলুর রহমান নয়ন,ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক হারুনুর রশিদ, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আবু শহীদ,সহ-সভাপতি আজিজুল হক,সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স,যুগ্ম সাধারণ সম্পাদক ও যায় যায় দিন পত্রিকার সিনিয়র রিপোর্টার সাংবাদিক রজব আলী, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টু,ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাবের সভাপতি ইমাম রেজা সহ অন্যান্য সাংবাদিকবৃন্দরা বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে সাংবাদিকদের উপর হামলা নির্যাতন গুম খুন বেড়ে যাওয়া গভীর উদ্বেগের বিষয় এবং গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাসহ সাংবাদিক আনোয়ার হোসেন ও সাংবাদিক মফিজুল ইসলাম এর উপর ঘটে যাওয়া এই বর্বরোচিত হামলা জাতির চতুর্থ স্তম্ভের প্রতি আঘাত এবং তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা আরও বলেন,নিউজ সংগ্রহে সাংবাদিকদের বর্তমান কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে হতে হচ্ছে হামলা নির্যাতন গুম খুনের শিকার।
তাই সাংবাদিকদের সুরক্ষা আইন নিশ্চিত করে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে সাংবাদিক সুরক্ষা আইন নিশ্চিত সহ দাবী পূরণ না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন তাঁরা।