Friday , 15 August 2025

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দিনাজপুরে সাংবাদিকদের মানববন্ধন।

॥  আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি ॥

গা জীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা এবং সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভের উপর বর্বরোচিত নির্যাতনের প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন করেছে দিনাজপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দরা।

 

সারাদেশে সাংবাদিকদের বর্বরোচিত হামলা নির্যাতন গুম খুন করা হচ্ছে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে। অবিলম্বে সাংবাদিক তুহিন হত্যার খুনি ও সাংবাদিক আনোয়ার হোসেন,সাংবাদিক মফিজুল ইসলামের হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শুক্রবার ৮ আগস্ট দুপুর ২ টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন টি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন গাজীপুরে সাংবাদিক তুহিন কে নির্মম ভাবে হ-ত্যা সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভ, ও সাংবাদিক মফিজুল ইসলাম সহ সারাদেশে সাংবাদিকদের বর্বরোচিত হামলা নির্যাতন গুম খুন করা হচ্ছে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে। অবিলম্বে সাংবাদিক তুহিন হত্যার খুনি ও সাংবাদিক আনোয়ার হোসেন,সাংবাদিক মফিজুল ইসলামের হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন সময় টেলিভিশনের দিনাজপুর প্রতিনিধি ও দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল,নাগরিক টেলিভিশনের দিনাজপুর প্রতিনিধি আবুল কাশেম ফজলুল হক, করতোয়ার দিনাজপুর প্রতিনিধি শাহারিয়ার মাহবুব শহীদ হিরু, ডিবিসির দিনাজপুর প্রতিনিধি মোর্শেদুর রহমান ,এসএ টিভি দিনাজপুর প্রতিনিধি খাদেমুল ইসলাম সহ দিনাজপুর প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও দিনাজপুর টি সি এর চিত্র সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন।

Check Also

পিকাবুর মোবাইলফেস্টে রিয়েলমি স্মার্টফোন এখন অবিশ্বাস্য মূল্যে

॥ নিজস্ব প্রতিনিধি ॥ ত রুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, মোবাইল প্রেমীদের জন্য অনবদ্য অভিজ্ঞতা …