Monday , 15 December 2025

হাতিয়ায় ওয়ারিশ সনদ থেকে নাম বাদ দেওয়ায় ইউপি মেম্বার-চেয়ারম্যানের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন।

॥ আরজু আক্তার, হাতিয়া, (নোয়াখালী) প্রতিনিধি ॥

মি থ্যা তথ্য ও অবৈধ ঘুষ লেনদেনের মাধ্যমে হাতিয়ায় পারিবারিক ওয়ারিশ সনদ থেকে নাম বাদ দেওয়ায় ইউনিয়ন পরিষদ মেম্বার ও চেয়ারম্যানের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছে পরিবারের ভুক্তভোগী সদস্য।

 

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মো. রায়হান বলেন, তার পিতা পারিবারিক ওয়ারিশ সনদ করতে গেলে- বাকি ভাইবোনদের প্ররোচনা ও অবৈধ অর্থের বিনিময়ে ৯নং ওয়ার্ড মেম্বার মো. আলতাফ হোসেন ও ইউপি চেয়ারম্যান(ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন) ওয়ারিশ সনদ থেকে তার নাম বাদ দেন।

রোববার(১৪ ডিসেম্বর) দুপুরে হাতিয়া প্রেসক্লাবে পরিবারের ভুক্তভোগী সদস্য মো. রায়হান(৩৯)এ সংবাদ সম্মেলন করেন। এসময় তার স্ত্রী আইরিন আকতার, তিন শিশু সন্তান ও প্রতিবেশীরা উপস্থিত ছিলেন।

ভুক্তভোগী মো. রায়হান নোয়াখালীর হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড এলাকার বীর মুক্তিযোদ্ধা আবদুল মন্নান ও জাহানারা বেগমের ছেলে। পিতা-মাতার ৬ ছেলে-মেয়ের মধ্যে তিনি তৃতীয় সন্তান।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মো. রায়হান বলেন, তার পিতা পারিবারিক ওয়ারিশ সনদ করতে গেলে- বাকি ভাইবোনদের প্ররোচনা ও অবৈধ অর্থের বিনিময়ে ৯নং ওয়ার্ড মেম্বার মো. আলতাফ হোসেন ও ইউপি চেয়ারম্যান(ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন) ওয়ারিশ সনদ থেকে তার নাম বাদ দেন। যার ফলে তিনি সবক্ষেত্রে বিপদগ্রস্ত হয়ে পড়েন। এবং স্ত্রী-সন্তানদের নিয়ে অভাব অনটনে দিন কাটান। সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

Check Also

হাতিয়ায় ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি কে আটক করেছে কোস্টগার্ড

॥ আরজু আক্তার, হাতিয়া, (নোয়াখালী) প্রতিনিধি ॥ নো য়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় এক কেজি …