Thursday , 2 October 2025

সিরাজগঞ্জ রায়গঞ্জে ৯টি পূজা মণ্ডপে নগদ অর্থ সহায়তা দিলেন যুবদল নেতা শাকিল তালুকদার

॥ মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সি রাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ১ নং ধামাইনগর ইউনিয়নের ৯টি পূজা মণ্ডপে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রধান অঙ্গ সংগঠন যুবদলের আহ্বায়ক মোঃ শাকিল তালুকদার।

 

“আমাদের এই দেশের সকল ধর্ম-বর্ণের মানুষের মিলনমেলা দুর্গাপূজা হোক বা ঈদ—সব উৎসবই যেন সবার মাঝে ভাগাভাগি হয়ে যায়।” সহায়তা প্রদানের সময় বাংলাদেশ জাতীয়তাবাদী

বিএনপি চেয়ারপারসনের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং তারেক রহমানের দিক নির্দেশনা অনুসরণে তিনি স্থায়ী পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করে এই সহায়তা প্রদান করেন। এ সময় পূজা কমিটির নেতৃবৃন্দ শাকিল তালুকদারের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।

মোঃ শাকিল তালুকদার বলেন, “আমাদের এই দেশের সকল ধর্ম-বর্ণের মানুষের মিলনমেলা দুর্গাপূজা হোক বা ঈদ—সব উৎসবই যেন সবার মাঝে ভাগাভাগি হয়ে যায়।”

সহায়তা প্রদানের সময় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া হিন্দু সম্প্রদায়ের মা-বোনেরা ও প্রবীণ সমাজের প্রতিনিধিরা শাকিল তালুকদারকে ধামাইনগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দেখতে চান এবং আন্তরিক আশীর্বাদ করেন।

Check Also

জাতীয় নাগরিক পার্টি এনসিপির পূজামণ্ডপ পরিদর্শন।

॥  আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥ দি নাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ …