॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
সি রাজগঞ্জের উল্লাপাড়ায় উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উল্লাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
তিনি বলেন, যুবদল বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অগ্রণী শক্তি। গণতান্ত্রিক অধিকার, ন্যায়বিচার এবং জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় যুব সমাজকে ঐক্যবদ্ধ থেকে লড়াই চালিয়ে যেতে হবে।তিনি আরও বলেন, দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা চলছে। এই পরিস্থিতিতে যুবদলকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে।
র্যালি শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. গোলাম মোস্তফা এবং সঞ্চালনা করেন সদস্য সচিব নিকসন কুমার আমিন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন আজাদ।
তিনি বলেন, যুবদল বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অগ্রণী শক্তি। গণতান্ত্রিক অধিকার, ন্যায়বিচার এবং জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় যুব সমাজকে ঐক্যবদ্ধ থেকে লড়াই চালিয়ে যেতে হবে।তিনি আরও বলেন, দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা চলছে। এই পরিস্থিতিতে যুবদলকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাক, পৌর যুবদলের আহ্বায়ক তফাজ্জল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলামিন, ছাত্রদলের সদস্য সচিব আমিরুল ইসলাম, দূর্গানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. ইসরাফিল হোসেন টুটুল, যুবদলের যুগ্ম আহ্বায়ক রোতন হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, আজকের তরুণ প্রজন্মই ভবিষ্যতের বাংলাদেশ গড়বে। এজন্য তাদেরকে নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমে উজ্জীবিত হতে হবে। বিএনপি ও যুবদলের আদর্শকে ধারণ করে তারা যেন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সোচ্চার থাকে এমন আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠান শেষে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী। দিনভর উল্লাপাড়া শহরজুড়ে ছিল যুবদল কর্মীদের উচ্ছ্বাস, স্লোগান ও ব্যানার ফেস্টুনে সজ্জিত পরিবেশ। নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো উপজেলা সদর এলাকা পরিণত হয় এক উৎসবমুখর মিলন মেলায়।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল