Wednesday , 12 March 2025

মানিকগঞ্জে যুবলীগ নেতার মরদেহ মিলল পেঁয়াজ ক্ষেতে

॥ বিশেষ প্রতিবেদক ॥

মানিকগঞ্জে পিঁয়াজ খেত থেকে হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল দশটায় উপজেলার সরফদিনগর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে হরিরামপুর থানা পুলিশ। সে বাল্লা ইউনিয়নের সরফদিনগর গ্রামের বেলায়েত হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, নিহত আমজাদ সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে পার্শ্ববর্তী গ্রামে গান শোনার কথা বলে বাড়ি থেকে বের হয়।

হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মুমিনুল হক জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Check Also

সাংবাদিক আতাউর রাজুর পিতার ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এতিমখানায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

॥ আরিফুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার তেলিপাড়া এলাকায় সাংবাদিক আতাউর রাজুর পিতার …