Thursday , 1 January 2026

দিনাজপুরে জেলা প্রশাসনের আয়োজনে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫।

॥  আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি ॥

আগস্ট ৩৬ জুলাই হিসেবে পরিচিত এই দিনটি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধা জানিয়ে স্মরণীয় করে রাখতে দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে না না কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫।

 

অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক অভিভাবক বীর মুক্তিযোদ্ধা রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা। সকাল ১০ টায় শিশু একাডেমী মিলনায়তনে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার আহত ও কারা নির্যাতিত সম্মুখযোদ্ধাদের মিলনমেলার রুপ নেয়।

মঙ্গলবার ৫ আগস্ট সকাল সাড়ে ৯ টায় দিনাজপুর জেলা দায়রা জজ আদালতের প্রধান ফটকের সম্মুখে স্থাপিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি পুষ্পস্তবক অর্পণ কর্মসূচির সূচনা করে সকাল সাড়ে ৯ টায় দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে স্মৃতিস্তম্ভ থেকে জুলাই অভ্যুত্থান ২০২৫ এর একটি র‍্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শিশু একাডেমী মিলনায়তনে এসে শেষ হয়।

এতে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক অভিভাবক বীর মুক্তিযোদ্ধা রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা। সকাল ১০ টায় শিশু একাডেমী মিলনায়তনে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার আহত ও কারা নির্যাতিত সম্মুখযোদ্ধাদের মিলনমেলার রুপ নেয়।

সেখানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে তাঁদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষ্যে সম্মুখ সারির জুলাই যোদ্ধা ও কারাবরণকারীদের সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। এরপরে বিকেল ৩ টায় দিনাজপুর বড় মাঠে জুলাই শহীদ আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্ট ও সন্ধ্যা ৭ টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কাওয়ালী গানের আসরের মধ্য দিয়ে পালিত হয় জুলাই গণঅভ্যুত্থান ২০২৫

Check Also

সিরাজগঞ্জের কাজিপুরে অবৈধভাবে মজুদ সার জব্দ করে জরিমানা

॥  শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের কাজিপুর গোডাউনে অবৈধভাবে মজুদ রাখার দায়ে সার …