॥ মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥
রা জবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (৫ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা, দোয়া মাহফিল ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।মাধ্যমিক ও কলেজ পর্যায়ে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি-২০২৫ পালন উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে জুলাই বিপ্লব ও সাধারণ জ্ঞানের উপর কুইজ প্রতিযোগিতা এবং গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার সময় পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এরপর জুলাই শহীদদের স্মরণে ১মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে দিবসের তাৎপর্য তুলে ধরে পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা ও পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন বক্তব্য রাখেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাংশা মডেল মসজিদের খতিব মাওলানা মোঃ আলিমুজ্জামান। অনুষ্ঠান উপস্থাপনা করেন উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম।
অনুষ্ঠানে মাধ্যমিক ও কলেজ পর্যায়ে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি-২০২৫ পালন উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে জুলাই বিপ্লব ও সাধারণ জ্ঞানের উপর কুইজ প্রতিযোগিতা এবং গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তোফাজ্জল হোসেন, পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ এবাদত হোসেন, পাংশা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পৃথ্বীজ কুমার দাস, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার বিশিষ্ট ব্যক্তিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।