Wednesday , 6 August 2025

উল্লাপাড়ায় নানা কর্মসূচীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া প্রতিনিধি ॥

জু লাই গণঅভ্যুত্থান দিবস ও স্বৈরাচার শেখ হাসিনার সরকার পতনের এক বছর পূতি উপলক্ষে শহিদদের প্রতি শ্রদ্ধা ও বর্তমান সরকারের সিদ্ধান্তকে সংহতি জানিয়ে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে ৫ আগষ্ট উদযাপন করেন।

 

প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশের সাবেক ডিআইজি, বিএনপি দলীয় পুলিশ সংস্কার কমিশনের সদস্য সচিব ও ত্রয়োদশ সংসদ নির্বাচনে এমপি মনোনয়ন প্রত্যাশি জননেতা খান সাঈদ হাসান।

মঙ্গলবার (০৫ আগস্ট) সকালে বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথক আয়োজনে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে।

কর্মসূচিতে থানা মোড় চত্বরের শহীদ মিনারের পাদদেশে সকাল ১০ টায় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা মোঃ শাহজাহান আলীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা মোঃ রফিকুল ইসলাম খাঁন। পরে পৌরশহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।

সকাল ১১ টায় উল্লাপাড়ার সাবেক সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির অন্যতম সদস্য এম আকবর আলীর নেতৃত্বে স্থানীয় সরকারি আকবর আলী কলেজ মাঠ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও কলেজ মাঠে এসে শেষ হয়।

বেলা ৩ টায় উপজেলা বিএনপি’র আয়োজনে উল্লাপাড়া পৌরশহরের পুরাতন বাসস্ট্যান্ড চত্বরে সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ও উল্লাপাড়া সম্মেলন প্রস্তুতি কমিটির অন্যতম সদস্য কে এম শরফুদ্দীন মঞ্জুর সভাপতিত্বে জুলাই শহীদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা মোঃ ছাইদুর রহমান বাচ্ছু। পরে পৌরশহরের প্রধান প্রধান সড়কে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।

বিকেল ৪ টায় পৌরশহরের উম্মুক্ত মঞ্চে উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ আমিনুল সরকারের সভাপতিত্বে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশের সাবেক ডিআইজি, বিএনপি দলীয় পুলিশ সংস্কার কমিশনের সদস্য সচিব ও ত্রয়োদশ সংসদ নির্বাচনে এমপি মনোনয়ন প্রত্যাশি জননেতা খান সাঈদ হাসান। পরে একই মঞ্চে স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পীদের নিয়ে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

Check Also

ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ফুলবাড়ীতে বিএনপি’র দুই গ্রুপের পৃথক পৃথক আনন্দ মিছিল অনুষ্ঠিত।

॥  আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি ॥ দি নাজপুরের ফুলবাড়ীতে ছাত্র জনতার গণ অভ্যুত্থান …