Friday , 4 July 2025

সলংগার রামকৃষ্ণপুরে ৪৪ তম বিসিএসে “নিরীক্ষা ও হিসাব”ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন কৌশিকুর রহমান।

॥ এম আরিফুল ইসলাম, সলঙ্গা , (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

লংগার রামকৃষ্ণপুরে ৪৪ তম বিসিএসে “নিরীক্ষা ও হিসাব”ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন কৌশিকুর রহমান।

 

আপনাদের কাছে দোয়া চাই আমি যেন আমার মেধা, প্রজ্ঞা, সততা, আদর্শ ও নৈতিকতা দিয়ে দুর্নীতির বিরুদ্ধে থেকে নিষ্ঠার সাথে দেশ ও জাতির সেবায় নিয়োজিত থাকতে পারি।

সলঙ্গার রামকৃষ্ণপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড এর অন্তগত আগরপুর গ্রামের মরহুম মোজাফফর আলী সরকারের ছোট ছেলে কৌশিকুর রহমান ৪৪ তম বিসিএসে অডিট এন্ড অ্যাকাউন্টস ( নিরীক্ষা ও হিসাব) ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন।

এবিষয়ে মুঠোফোনে কৌশিকুর রহমানের সাথে যোগাযোগ করা হলে, তিনি বলেন আল্লাহতালার অশেষ মেহেরবানী এবং আমার অক্লান্ত প্রচেষ্টার ফলে আজকে এই স্থানে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আপনাদের কাছে দোয়া চাই আমি যেন আমার মেধা, প্রজ্ঞা, সততা, আদর্শ ও নৈতিকতা দিয়ে দুর্নীতির বিরুদ্ধে থেকে নিষ্ঠার সাথে দেশ ও জাতির সেবায় নিয়োজিত থাকতে পারি।

এ বিষয়ে তার বড় ভাই আশিকুর রহমান এর সাথে কথা বললে, তিনি বলেন আমি, আমার পরিবার, পাশাপাশি গ্রাম ইউনিয়ন আজ গর্বিত কেননা আজকে মানুষের দোয়া ভালোবাসা, আশীর্বাদে আমার ছোট ভাইয়ের পরিশ্রমের ফল হিসাবে সে ৪৪ তম ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছে।

কৌশিকুর রহমানের মা বলেন, আল্লাহর কাছে হাজার হাজার বার শুকরিয়া আদায় করি। তিনি এক মায়ের কথা শুনেছেন। আমি আমার সন্তানের অনাগত ভবিষ্যতের জন্য শুভকামনা ও দোয়া করি আল্লাহ যেন ওকে দেশ সেবায় নিয়োজিত রাখে। আমরা গর্বিত, তুমি আমাদের গর্ব।

Check Also

পাংশা পৌর শহরের নারায়নপুরে স্বর্গীয় হরিপদ কুন্ডুর বাড়ীতে ২৪প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু

॥  মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥ রা জবাড়ী জেলার পাংশা পৌরসভার ৪নং ওয়ার্ডের নারায়নপুর …