॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
সি রাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) জাতীয় সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থী ও সাবেক ডিআইজি খান সাঈদ হাসান জ্যোতি আজ বৃহস্পতিবার উল্লাপাড়া উপজেলার মহনপুর ইউনিয়নের ৩, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল পর্যায়ে ব্যাপক গণসংযোগ করেছেন।
অনেকদিন পর তাঁরা এমনভাবে একজন জনপ্রতিনিধি পদপ্রার্থীকে কাছ থেকে পেয়েছেন, যিনি শুধু বক্তব্য দিচ্ছেন না, বরং নিজে এসে শুনছেন মানুষের অভাব-অভিযোগ। বয়স্ক এক কৃষক বলেন, আমরা এমন একজন মানুষ চাই, যিনি আমাদের পাশে থাকবেন—শুধু নির্বাচনের সময় নয়, সব সময়।”
গ্রাম থেকে হাট—তৃণমূল মানুষের দ্বারে দ্বারে গিয়ে তিনি শোনেন তাদের সমস্যা-অভিযোগ, জানতে চান জীবনের গল্প। স্থানীয় হাট-বাজারে দেখা যায় নানা শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি—কৃষক, দিনমজুর, ছোট ব্যবসায়ীসহ সকলেই তাঁর সঙ্গে কথা বলেন কাছ থেকে। মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন খান সাঈদ হাসান জ্যোতি এবং তুলে ধরেন নিজের উন্নয়নের অঙ্গীকার।
তিনি বলেন, আমার লক্ষ্য রাজনীতি নয়, বরং সেবার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করা। আমি চাই তৃণমূল মানুষের জীবনমান উন্নত হোক, যুব সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি হোক, কৃষকরা যেন তাদের ফসলের ন্যায্য দাম পান।” তাঁর বক্তৃতায় উঠে আসে একটি মূল বার্তা—“উন্নয়নের রাজনীতি করতে চাই, মানুষের পাশে থেকে এলাকার চেহারা বদলে দিতে চাই।”
এলাকাবাসী জানান, অনেকদিন পর তাঁরা এমনভাবে একজন জনপ্রতিনিধি পদপ্রার্থীকে কাছ থেকে পেয়েছেন, যিনি শুধু বক্তব্য দিচ্ছেন না, বরং নিজে এসে শুনছেন মানুষের অভাব-অভিযোগ। বয়স্ক এক কৃষক বলেন, আমরা এমন একজন মানুষ চাই, যিনি আমাদের পাশে থাকবেন—শুধু নির্বাচনের সময় নয়, সব সময়।”
গণসংযোগ উপলক্ষে এলাকাজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। কেউ তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, কেউ করতালি দিয়ে অভ্যর্থনা করেন, কেউবা এগিয়ে এসে নিজের সমস্যার কথা তুলে ধরেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, খান সাঈদ হাসান জ্যোতির এই গণসংযোগ কর্মসূচি তৃণমূল পর্যায়ে তাঁর জনপ্রিয়তা আরও বৃদ্ধি করেছে। আগামী দিনগুলোতে এমন জনসম্পৃক্ত কর্মসূচি জনআস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মনে করেন।