Monday , 17 November 2025

বেগমগঞ্জে জমি নিয়ে বিরোধ, হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

॥ এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥

নো য়াখালী বেগমগঞ্জ উপজেলায় গাছ কাটাকে কেন্দ্র করে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টার প্রতিবাদে বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন আহত ভুক্তভোগী শাহজাহানের মা সাজেদা বেগম।

 

একরাম উল্লার ২ছেলে মামুন ও পলাশ তাকে পথ আটকিয়ে মরিচের গুঁড়ো চোখে মুখে ছিটিয়ে হাতুড়ি ও রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে। তাকে হত্যার চেষ্টা করে। সে মাটিতে লুটিয়ে পড়ে। শোরচিৎকার শুনে আশপাশের লোক দৌড়ে এসে তাকে জীবিত উদ্ধার করে বেগমগঞ্জ ২৫০ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা খুবই খারাপ।

‎‎‎সোমবার (১৭ নভেম্বর ২৫ইং) বিকাল ৫টায় নোয়াখালী প্রেসক্লাব সংলগ্ন দৈনিক নয়া পৃথিবীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলন তিনি এ অভিযোগ করেন ।
‎‎সংবাদ সম্মেলনে আহত শাহজাহানের মা সাজেদা বেগম জানান, প্রতিপক্ষ একরাম উল্যার সাথে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে। চলাচলের পথে একটা মেহগনি গাছ থাকায় বাড়িতে একটা রিক্সা ডুকতে পারে না। শুক্রবার সকাল সাড়ে ৯ টায় আমার ছেলে আহত শাহজাহান প্রতিপক্ষ একরাম উল্লাকে ডেকে দাঁড় করিয়ে তার সামনে বদলা দিয়ে গাছটি কেটে দেন।

সারাদিন সব ঠিক ছিল বিকালে আমার ছেলে নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে পিছন থেকে একরাম উল্লার ২ছেলে মামুন ও পলাশ তাকে পথ আটকিয়ে মরিচের গুঁড়ো চোখে মুখে ছিটিয়ে হাতুড়ি ও রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে। তাকে হত্যার চেষ্টা করে। সে মাটিতে লুটিয়ে পড়ে। শোরচিৎকার শুনে আশপাশের লোক দৌড়ে এসে তাকে জীবিত উদ্ধার করে বেগমগঞ্জ ২৫০ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা খুবই খারাপ।

উন্নত চিকিৎসার জন্য তাকে মাইজদী একটা প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে আহতের ভাই তার ছেলে মোঃ শাহাদাত হোসেন বাদী হয়ে বেগমগঞ্জ থানায় মামলা নং ২০ তাং১৬/১১/২৫ রুজু করেন। মামলা করায় তারা আরো ক্ষিপ্ত হয়ে উঠে এবং আমাদের সবাইকে হত্যা করার হুমকি দিচ্ছে। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় আছি।

তিনি এ বিষয়ে সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের উর্ধতন কর্মকর্তার সহায়তা কামনা করেন একই সাথে হামলাকারী আসামিদের গ্রেফতার ও ন্যায় বিচার দাবি করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আহত শাহজাহানের বোন শাহিনুর, শাহনাজ, সাহিদাসহ নার্গিস আক্তার, মরিয়ম ইসলাম এবং মামলার বাদী তার ভাই শাহাদাত হোসেন।

Check Also

মোংলা বন্দর কর্তৃপক্ষের পদোন্নতি পেয়ে সিনিয়র ডেপুটি ম্যানেজার হলেন মাকরুজ্জামান

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ মোং লা বন্দর কর্তৃপক্ষের বোর্ড ও জনসংযোগ বিভাগের …