Monday , 24 November 2025

নিজেরা করি সংস্থার উদ্যোগে সুবর্ণচরে ভুমিহীন ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত

॥ এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥

নো ‎য়াখালী সুবর্ণচরে নিজেরা করি সংস্থান আয়োজনে চর জুবলী ভুমিহীন ইউনিয়ন সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

 

‎সম্মেলন বাস্তবায়নে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেছেন, নিজেরা করি চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সমন্বয়ক খাইরুল ইসলাম, রামগতি অঞ্চলের অঞ্চল সমন্বয়ক স্বপ্না রানী বিশ্বাস, এবং সহযোগিতা করেছেন চরজব্বর অঞ্চলের হিসাব রক্ষক সিরাজুল ইসলাম।

‎২৩ নভেম্বর (সোমবার) দক্ষিণ চর বাগ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চরজুবলী ইউনিয়ন ভুমিহীন সমিতির উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

‎চরজুবিলী ইউনিয়ন ভূমিহীন সমিতির সভাপতি মোস্তফা কারী’র সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আবুল কালাম মাস্টার পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, নিজেরা করি চট্টগ্রাম বিভাগ বিভাগীয় সংগঠক মতিয়ার রহমান। ভুমিহীন সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন, নুরুল হক, আমেনা বেগম, মায়া বেগম, দেলোয়ার হোসেন, ইব্রাহিম খলিল, হোসেন আহমেদ।

‎আরো বক্তব্য রাখেন, পাংখার বাজার উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আক্তার হোসেন বাবুলএবং বিশিষ্ট সমাজ সেবক ও রাজনিতীবিদ নিজাম উদ্দীন ফারুক, ‎অনুষ্ঠান শেষে নতুন কমিটি পরিচিতি সহ শপথ বাক্য পাঠ করান, নিজেরা করি চরজব্বর অঞ্চল, চট্টগ্রাম বিভাগ অঞ্চল সমন্বয়ক পরিতোষ দেবনাথ ‎তিন পর্বের অনুষ্ঠানে দ্বিতীয় অধিবেশনে, সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন, কিশোরী সাথী ও তার দল, এর পর গণ নাটক উপস্থাপন করেন চরবাগ্যা ভুমিহীন সাংস্কৃতিক দল।

‎সম্মেলন বাস্তবায়নে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেছেন, নিজেরা করি চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সমন্বয়ক খাইরুল ইসলাম, রামগতি অঞ্চলের অঞ্চল সমন্বয়ক স্বপ্না রানী বিশ্বাস, এবং সহযোগিতা করেছেন চরজব্বর অঞ্চলের হিসাব রক্ষক সিরাজুল ইসলাম।

Check Also

মা আমেনা বালিকা কওমি মাদ্রাসার উদ্যোগে চতুর্থ বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত।

॥ আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ॥ দি নাজপুর জেলার ফুলবাড়ীতে মা আমেনা বালিকা কওমি …