॥ আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি ॥
দি নাজপুর জেলার ফুলবাড়ী উপজেলা প্রশাসন ইউএনও কর্মকর্তা মোঃ ইসাহাক আলীর নেতৃত্বে আসন্ন শারদীয় দুর্গাপূজার উৎসব শুরুর আগেই উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন আইনশৃঙ্খলার যৌথ বাহিনী।
ফুলবাড়ী উপজেলা প্রশাসন ইউএনও কর্মকর্তা মোঃ ইসহাক আলী বলেন ফুলবাড়ী উপজেলায় এবার ৬২ টি মন্দির ও মণ্ডপে পূজা উদযাপন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফুলবাড়ী একটি শান্তিপ্রিয় এলাকা তাই বিগত বছরগুলোর মতো সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হবে আসা করছি এবং উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর পক্ষ থেকে আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে যেন হয় সেই লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক সহযোগিতা করবে।
মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর ফুলবাড়ী উপজেলার পৌরএলাকার ও ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন ফুলবাড়ী উপজেলা প্রশাসন ইউএনও কর্মকর্তা মোঃ ইসাহাক আলী ও মধ্যপাড়া সেনাক্যাম্পের অধিনায়ক আরমান হোসেন। পরিদর্শন শেষে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক পরিস্থিতি সহ সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির বার্তা দেন যৌথবাহিনী।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মধ্যপাড়া ক্যাম্পের ক্যাপ্টেন মাহিন,ফুলবাড়ী উপজেলার পূজা উদযাপন পরিষদ কমিটির আহ্বায়ক আনন্দ কুমার গুপ্ত, সাধারণ সম্পাদক রতন চক্রবর্তী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি ফুলবাড়ী উপজেলা শাখার প্রধান সমন্বয়ক ইমরান চৌধুরী নিশাদ উপস্থিত ছিলেন।
ফুলবাড়ী উপজেলা প্রশাসন ইউএনও কর্মকর্তা মোঃ ইসহাক আলী বলেন ফুলবাড়ী উপজেলায় এবার ৬২ টি মন্দির ও মণ্ডপে পূজা উদযাপন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফুলবাড়ী একটি শান্তিপ্রিয় এলাকা তাই বিগত বছরগুলোর মতো সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হবে আসা করছি এবং উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর পক্ষ থেকে আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে যেন হয় সেই লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক সহযোগিতা করবে।