Thursday , 20 November 2025

ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি পদে পুনর্বহাল করায় অধ্যক্ষ খুরশিদ আলম মতিকে নেতাকর্মীদের গণ সংবর্ধনা।

॥ আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ॥

দি নাজপুর জেলার ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি পদে অধ্যক্ষ খুরশিদ আলম মতির স্থগিতাদেশ প্রত্যাহার করে দলীয় সিদ্ধান্ত মোতাবেক পুনর্বহাল‌ করায় দলটির নেতাকর্মীদের গণ সংবর্ধনা।

 

নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ফুলবাড়ী উপজেলা বিএনপির পুনর্বহাল সভাপতি অধ্যক্ষ মোঃ খুরশিদ আলম মতি তিনি দীর্ঘ ৫ বছর পদচ্যুত হওয়ার কারণ ব্যাখ্যা সহ আগামী ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের নির্বাচনমুখী করতে দলটির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

১৭ নভেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সাক্ষরিত এক চিঠিতে দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতির দলীয় সিদ্ধান্ত মোতাবেক স্থগিতাদেশ প্রত্যাহার করে স্বপদে পুনর্বহাল করায় ফুলবাড়ী উপজেলা বিএনপির উদ্যোগে গাড়ি ও মটরসাইকেল শোডাউনে ধানের শীষ স্লোগানে স্লোগানে সৈয়দপুর বিমানবন্দরে প্রিয় নেতাকে রিসিভ করে পৌর শহরের নিমতলা মোড়ে এসে আনুষ্ঠানিক ভাবে ফুলেল শুভেচ্ছা জানিয়ে গণ সংবর্ধনা দেন দলটির নেতাকর্মীরা।

অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় শেষে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ফুলবাড়ী উপজেলা বিএনপির পুনর্বহাল সভাপতি অধ্যক্ষ মোঃ খুরশিদ আলম মতি তিনি দীর্ঘ ৫ বছর পদচ্যুত হওয়ার কারণ ব্যাখ্যা সহ আগামী ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের নির্বাচনমুখী করতে দলটির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

ফুলবাড়ী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও এলুয়াড়ী ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা নবীউল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইন বিষয়ক উপদেষ্টা দিনাজপুর ৫ পার্বতীপুর ফুলবাড়ী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে দিনাজপুর ৫ আসনের জনগণের অধিকার নিশ্চয়তা সহ ধানের শীষে ভোট দিতে ভোটারদের আহ্বান করেন এবং নেতাকর্মীদের উদ্দেশে বলেন পদ পদবী নয় বরং ব্যবসা বাণিজ্য করে প্রতিষ্ঠিত হয়ে দলের প্রতি ভালোবাসা রেখে নিঃস্বার্থ ভাবে কাজ করার কথাও জানান তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি আবুল বাশার উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হক নাজিম সহ-সভাপতি আব্দুল মজিদ মন্ডল সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ফুলবাড়ী পৌরসভার সাবেক মেয়র মাহমুদ আলম লিটন ও যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Check Also

নরসিংদীতে ভিন্ন কৌশলে গাঁজা বহনকালে আটক ২!

॥ সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী জেলা প্রতিনিধি ॥ ন রসিংদীর পৌর এলাকা থেকে ভিন্ন কৌশলে …