॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥
সু ন্দরবনের পর্যটন ব্যবসায়ী ও বোট মালিকদেরকে দুই সপ্তাহের আল্টিমেটাম দিয়েছেন স্থানীয় প্রশাসন। নির্দিষ্ট এই সময়ের মধ্যে বোট মালিকেরা প্রশাসনের দেয়া শর্ত পূরণে ব্যর্থ হলে নেয়া হবো কঠোর পদক্ষেপ।
পর্যটনবাহী বোটগুলোর ফিটনেস সাটিফিকেট ও লাইসেন্স সংগ্রহ, পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও বয়া রাখা, ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহণ না করাসহ দেয়া নানা নির্দেশনা প্রতিপালনে দুই সপ্তাহের জন্য বোট মালিক ও পর্যটন ব্যবসায়ীদের সময় বেধে দেয়া হয়েছে। নির্দিষ্ট সময়ে এসব শর্ত প্রতিপালনে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
মুলত সুন্দরবন ভ্রমণে গিয়ে বোট উল্টে নদীতে পড়ে আমেরিকা প্রবাসী ও বাংলাদেশ বিমানের সাবেক পাইলট রিয়ানা আজাদের মৃত্যুর পর নড়েচড়ে বসেছে প্রশাসন। শনিবার বোট উল্টে নিখোঁজ হয় রিয়ানা, এরপর সোমবার তার লাশ উদ্ধার হয়।
পর্যটনবাহী বোট উল্টে নারী পর্যটক নিহতের ঘটনার পর বুধবার সকালে মোংলার ফেরী ঘাট, পশুর চ্যানেল ও করমজল পর্যটন কেন্দ্রে অভিযান চালায় কোস্ট গার্ড, নৌবাহিনী, পুলিশ, নৌপুলিশ, উপজেলা প্রশাসন ও নৌপরিবহন অধিদপ্তর। দিনভর অভিযানকারীরা বিভিন্ন পয়েন্টে পর্যটন ব্যবসায়ী ও বোট মালিকদেরকে সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিয়ে দুই সপ্তাহের আল্টিমেটাম দেন।

এ অভিযানের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ। তিনি বলেন, পর্যটনবাহী বোটগুলোর ফিটনেস সাটিফিকেট ও লাইসেন্স সংগ্রহ, পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও বয়া রাখা, ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহণ না করাসহ দেয়া নানা নির্দেশনা প্রতিপালনে দুই সপ্তাহের জন্য বোট মালিক ও পর্যটন ব্যবসায়ীদের সময় বেধে দেয়া হয়েছে। নির্দিষ্ট সময়ে এসব শর্ত প্রতিপালনে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
নৌপরিবহন অধিদপ্তরের খুলনার পরিদর্শক মোঃ রাশেদুল আলম বলেন, সুন্দরবনে যাতায়াত করা বোটগুলোর কোন রেজিষ্ট্রেশন নেই। চালকদের লাইসেন্স নেই। তাদেরকে অনেক আগে থেকেই রেজিস্ট্রেশনের আওতায় আনার চেষ্টা করে আসছি। কিন্তু সম্ভব হয়নি। সম্প্রতি একটি দুর্ঘটনা ঘটেছে, এমন ঘটনার আর যেন পুনরাবৃত্তি না ঘটে সেজন্য সকলকে সর্তক ও সময় বেধে দেয়া হয়েছে। আশা করছি তারা যথাসময়ের মধ্যে বোট ও চালকের লাইসেন্স সংগ্রহ করে দুর্ঘটনা এড়াতে আমাদেরকে সহায়তা করবে।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল