Friday , 28 November 2025

শ্যামনগরে পানি নিষ্কাষনের জন্য কালভার্ট নির্মানের দাবীতে এলাকাবাসীর মানব বন্ধন

॥  নূরুন্নবী ইমন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ॥

সা তক্ষীরার শ্যামনগর উপজেলার রমজানননগর ইউনিয়নের তারানীপুর-ভেটখালী এলাকার পানি নিষ্কাষনের জন্য ঝুড়ঝুড়ি-হীমখালী খালের সংযোগ স্থলে কালভার্ট নির্মানের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে মানব বন্ধনের আয়োজন করা হয়।

তারানীপুর-ভেটখালী এলাকার পানি নিষ্কাষনের জন্য ঝুড়ঝুড়ি-হীমখালী খালের সংযোগ স্থলে কালভার্ট নির্মানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

২৮ শে নভেম্বর ( শুক্রবার) দুপুর ২.৩০ টায় তারানীপুর – ভেটখালী জামে মসজিদ সংলগ্নে উক্ত মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জি,এম, মুত্তালিব হোসেন , আলহাজ্ব আব্দুল মাজেদ, মোঃ সফিকুল ইসলাম, গাজী খালিদ সাইফুল্লাহ, মোঃ আব্দুল আজিজ, মোঃ মাহতাব হোসেন, মোঃ নূরুজ্জামান। মানব বন্ধনে উপস্থিত এলাকাবাসী বলেন , প্রতি বছর বর্ষা মৌসুমে আমরা প্লাবিত হয়। পানি নিষ্কাষনের সু-বন্দোবস্ত না থাকায় আমাদের চলাচলের রাস্তা , ধান্য ফসলের মাঠ , বসত ভিটা, পুকর পানিতে তলিয়ে যায়।

বর্তমানে সড়ক ও জনপদ বিভাগের রাস্তার কাজ চলমান। রাস্তা সংস্কারের পাশাপাশি কালভার্টটি নির্মান করা আশু প্রয়োজন। কালভার্টটি নির্মাণ হলে খালের পানি দিয়ে বিভিন্ন প্রকার ফসল উৎপাদন করা যাবে। তারা আরও বলেন, কালভার্ট নির্মানের বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসক , সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত আবেদন দেওয়া হয়।

কর্তৃপক্ষ সরজমিনে এসে মাপ জরিপ করার পরে আর কোন পদক্ষেপ গ্রহন করেননি। তারানীপুর-ভেটখালী এলাকার পানি নিষ্কাষনের জন্য ঝুড়ঝুড়ি-হীমখালী খালের সংযোগ স্থলে কালভার্ট নির্মানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। মানব বন্ধন অনুষ্টানটি পরিচালনা করেন রমজাননগর দারুস সুন্নাহ আদর্শ দাখিল মাদ্রাসার শিক্ষক মোঃ মশিউর রহমান।

Check Also

মোংলায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ মোং লায় বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা …