Monday , 3 November 2025

বঙ্গোপসাগরের লগুচাপ নিম্নচাপে পরিনত, মোংলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

ঙ্গোপসাগরে সৃষ্ট লগুচাপটি নিম্নচাপে পরিনত হয়েছে। এর প্রভাবে মোংলা সমুদ্র বন্দর সহ সুন্দরবন সংলগ্ন উপকূলীয় এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।

 

 

 বৃষ্টি ও বৈরী আবহাওয়ার ফলে বন্দরে অবস্থারত পন্য বোঝাই দেশী-বিদেশী বানিজ্যিক জাহাজে পন্য খালাস-বোঝাই কিছুটা বিঘ্নিত হচ্ছে। তবে বন্দর জেটিতের অভ্যান্তরে সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

মোংলা আবহাওয়া সুত্রে জানা যায়, শনিবার ভোর থেকে শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি। সেই সাথে ভোর থেকেই আকাশে সূর্যের দেখা নেই। তাই মেঘলা আকাশ ও বৃষ্টিতে শীতের প্রকোপ বেড়েছে। এদিকে নিম্নচাপের কারণে মোংলা বন্দরকে ১নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। তাই বন্দরে অবস্থানরত দেশ-বিদেশী বানিজ্যিক জাহাজে পন্য খালাস কিছুটা বিঘ্নিত হচ্ছে।

মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মোঃ হারুন অর রশিদ বলেন, নিম্নচাপের প্রভাবেই মোংলা উপকূলের গুড়ি বৃষ্টি ও আকাশ মেঘলা রয়েছে। নিম্নচাপটি নিষ্ক্রিয় না হওয়া পর্যন্ত এ উপকূল এমন পরিস্থিতি কয়েকদিন ধরে অব্যাহত থাকার সম্ভাবনা বলে জানান তিনি।

এদিকে, বৃষ্টি ও বৈরী আবহাওয়ার ফলে বন্দরে অবস্থারত পন্য বোঝাই দেশী-বিদেশী বানিজ্যিক জাহাজে পন্য খালাস-বোঝাই কিছুটা বিঘ্নিত হচ্ছে। তবে বন্দর জেটিতের অভ্যান্তরে সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

Check Also

উল্লাপাড়ায় জাতীয় সমবায় দিবস পালিত

॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের উল্লাপাড়ায় সাম্য ও সমতায় দেশ গরব …