Thursday , 1 January 2026

ইন্জিনিয়ার মামুন ভাইয়ের উদ্যোগে এতিমদের মাঝে লুঙ্গি বিতরন

॥ আরিফুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

জ ২৪ রমজান (২৫/০৩/২০২৫) মঙ্গলবার উল্লাপাড়া উপজেলার আলিয়ারপুর মাদ্রাসায় এতিমদের মাঝে লুঙ্গি বিতরণ করেছেন ইঞ্জিনিয়ার মামুন ভাই। মানবিকতার অনন্য উদাহরণ স্থাপন করে তিনি এর আগেও শীতকালে কম্বল এবং অন্যান্য সময়ে জুব্বা বিতরণের মাধ্যমে বিভিন্ন এতিমখানায় অসহায় শিশুদের পাশে দাঁড়িয়েছিলেন। এরই ধারাবাহিক হিসেবে এবার লুঙ্গি বিতরণ করেছেন।

 

ভবিষ্যতে মামুন ভাই যেন এভাবেই এতিম ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারেন, সেজন্য আমরা সবসময় তার এবং তার পরিবার আত্মীয় স্বজনের জন্য দোয়া করি।

এতিম শিশুরা নতুন লুঙ্গি পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়। তারা মামুন ভাইয়ের জন্য প্রাণ খুলে দোয়া করেছে। এবং এই এতিম শিশুরা নুতন লুঙ্গি পেয়ে কিছুটা হলেও ঈদের আনন্দ উপভোগ করতে পারবে।

ইঞ্জিনিয়ার মামুন ভাই বিভিন্ন সময়ে এতিম ও হতদরিদ্রদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করছেন। তার এই কার্যক্রমে এলাকার মানুষ অত্যন্ত কৃতজ্ঞ।

ভবিষ্যতে মামুন ভাই যেন এভাবেই এতিম ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারেন, সেজন্য আমরা সবসময় তার এবং তার পরিবার আত্মীয় স্বজনের জন্য দোয়া করি।

Check Also

ঝিলবুনিয়া দরবার শরীফের পীরসাহেব হুজুরের জানাজা মঙ্গলবার

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ বা গেরহাটের মোড়েলগঞ্জে ঝিলবুনিয়া দরবার শরীফ ও হাবিবুল্লাহ …