Thursday , 2 October 2025

উল্লাপাড়ায় মাদ্রাসাছাত্রী অপহরণের অভিযোগ, ৭ দিনেও সন্ধান নেই

॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সি রাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় মারুফ হোসেন (১৯) নামে এক যুবকের বিরুদ্ধে ১০ম শ্রেণির মাদ্রাসা শিক্ষার্থী আছিয়া খাতুন (১৬) কে অপহরণের অভিযোগ উঠেছে।

 

মারুফ হোসেন দীর্ঘদিন ধরে একই এলাকার ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করছিলেন। এর জের ধরে গত ১৫ সেপ্টেম্বর সকালে স্কুল থেকে ফেরার পথে মারুফ হোসেন কয়েকজন সহযোগীকে নিয়ে কিশোরীটিকে জোরপূর্বক তুলে নেয়।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা আব্দুল খালেক গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) উল্লাপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার উধুনিয়া ইউনিয়নের আগদিঘলগ্রামে।

অভিযোগ সূত্রে জানা যায়, ছোরহাব আলী সরদারের ছেলে মারুফ হোসেন দীর্ঘদিন ধরে একই এলাকার ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করছিলেন। এর জের ধরে গত ১৫ সেপ্টেম্বর সকালে স্কুল থেকে ফেরার পথে মারুফ হোসেন কয়েকজন সহযোগীকে নিয়ে কিশোরীটিকে জোরপূর্বক তুলে নেয়। এ সময় বাধা দিতে গেলে শিক্ষার্থীর পরিবারের সদস্যদেরও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

তবে অভিযুক্ত মারুফ হোসেনের চাচা সোলাইমান হোসেন দাবি করেছেন, তার ভাতিজার সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল এবং তারা দুজন সম্মতিতেই বাড়ি থেকে পালিয়ে গেছে। এরপরও তাদের সন্ধানের চেষ্টা চলছে বলে জানান তিনি।

এ বিষয়ে ভুক্তভোগীর বাবা আব্দুল খালেক বলেন, আমার মেয়েকে অপহরণ করা হয়েছে আজ ৭ দিন হলো, এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি। আমরা চরম আতঙ্কে আছি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাইনি। আমি মেয়েকে দ্রুত উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চাই।

উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। অপহৃত শিক্ষার্থীকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Check Also

জাতীয় নাগরিক পার্টি এনসিপির পূজামণ্ডপ পরিদর্শন।

॥  আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥ দি নাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ …