Sunday , 14 December 2025

দিনাজপুরের ফুলবাড়ীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।

॥ আসাদুর রহমান হাবিব ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ॥

দি নাজপুর জেলার ফুলবাড়ীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও স্বরণে উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা শিক্ষক সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৪ ডিসেম্বর সকাল সাড়ে ১১ টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাছান এর সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

 বুদ্ধিজীবীরা পাকিস্তানী শাসনে অন্যায়ের বিরুদ্ধে মানুষকে সচেতন করেছেন লেখালেখি গবেষণা ও প্রচারের মাধ্যমে মুক্তিযুদ্ধের পক্ষে জনসমর্থন তৈরি করেছেন তাঁরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা দিয়ে মানবসম্পদ তৈরি করেছেন আর সে কারণেই পাকিস্তানি হানাদার বাহিনী বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে আজ এই দিবসে তাঁদেরকে স্বরণ করে আমরা তাঁদের রুহের মাগফিরাত কামনা করছি।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাছান বলেন বাংলাদেশের ইতিহাসে বুদ্ধিজীবীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গভীর তাঁরা জাতির চিন্তা চেতনা স্বাধীনতা সংগ্রাম সহ রাষ্ট্র গঠনে বড় ভূমিকা রেখেছেন তাঁরা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে নেতৃত্ব দিয়েছেন তাঁদের নেতৃত্বে শিক্ষক লেখক কবি ও সাংবাদিকরা প্রবন্ধ কবিতা বক্তব্যের মাধ্যমে জনমত গড়ে তুলেছেন যাঁর ফলে বাংলা ভাষা প্রতিষ্ঠিত হয়েছে আজ তাঁদের স্মরণে দিবসটি পালন করা হচ্ছে।

আলোচনা সভায় উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা শিক্ষক সাংবাদিকবন্দরা বুদ্ধিজীবীদের না না অবদানের কথা তুলে ধরেন তাঁরা বলেন বুদ্ধিজীবীরা পাকিস্তানী শাসনে অন্যায়ের বিরুদ্ধে মানুষকে সচেতন করেছেন লেখালেখি গবেষণা ও প্রচারের মাধ্যমে মুক্তিযুদ্ধের পক্ষে জনসমর্থন তৈরি করেছেন তাঁরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা দিয়ে মানবসম্পদ তৈরি করেছেন আর সে কারণেই পাকিস্তানি হানাদার বাহিনী বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে আজ এই দিবসে তাঁদেরকে স্বরণ করে আমরা তাঁদের রুহের মাগফিরাত কামনা করছি।

এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী সহকারী কমিশনার ভূমি মোঃ সামিউল ইসলাম উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানোয়ার হোসেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান কৃষি অফিসার সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন সহকারী কৃষি অফিসার শাহানুর রহমান মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সারোয়ার হাসান উপজেলা ভেটেরিনারি সার্জন সজীব হাওলাদারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সাংবাদিকবৃন্দ ও রাজনৈতিক ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

Check Also

বেলকুচিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

॥  আশিকুর রহমান জুয়েল, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ র বিবার সকাল ১১ টায় বেলকুচি উপজেলা প্রশাসনের …