॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥
জু লাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে – সিরাজগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে- সমাবেশ ও বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে – মঙ্গলবার (৫ আগষ্ট২০২৫) বিকেল সাড়ে ৩ টায় সিরাজগঞ্জ শহরের দরগাহ পট্টি রোড়স্থ জেলা জামায়াত ইসলামীর কার্যালয়ের সন্মুখ হতে।
যারা ভোট চুরির কাজে ছিলো তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তাদের অপসারণ করতে হবে। এই বাংলাদেশে দোসর আর ধান্দাবাজদের ঠাই দেওয়া যাবে না। দোসর মুক্ত, দূর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, বাংলাদেশ গড়ে তুলতে হবে।
সিরাজগচপঞ্জ পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে – মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখা’র আমির ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাওলানা মোঃ শাহিনুর আলম , এসময়ে তিনি তার বক্তব্যে বলেন, ২৪ এর গণঅভ্যুত্থান এদেশের আপামর ছাত্র-ছাত্রী, রাজনৈতিক দল সমূহ শ্রমিক,সাংস্কৃতিক, সংগঠন সমূহ সকল শ্রেণী পেশার সমন্বয়ে সংগঠিত হয়।
বাংলাদেশের সকল রাজনৈতিক আন্দোলনে যেমন হয়েছে, এখানেও তাই হয়েছে। এ আন্দোলনে শহীদ হয়েছে ছাত্র,শ্রমিক মেহনতি সাধারণ মানুষ। আহতরা এখনও হাসপাতালে মৃত্যুর সহিত পাঞ্জা লড়ছে। পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনার পেটুয়া বাহিনী পুলিশ জামায়াত- শিবিরের নেতা-কর্মীদের টর্চার করেছে, নির্যাতন করছে, গুম করেছে, গুলি করে হত্যা করেছে। ঘাপটি মেরে বসে আওয়ামী দোসরা এখন কলাকৌশলে নানা ষড়যন্ত্র করছে । পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থারা আজও যড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের বিছানো ফাঁদে কোন কোন রাজনৈতিক নেতা পা দিয়ে জুলাইয়ের ঐক্যকে বিনষ্ট করে ফায়দা লুটতে চায়। ফ্যাসিবাদদের মুক্ত করতে হবে। দোসরা জুলাই বিপ্লব মানে না।
তিনি আরও বলেন, যারা ভোট চুরির কাজে ছিলো তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তাদের অপসারণ করতে হবে। এই বাংলাদেশে দোসর আর ধান্দাবাজদের ঠাই দেওয়া যাবে না। দোসর মুক্ত, দূর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, বাংলাদেশ গড়ে তুলতে হবে।
পৌরসভা জামায়াতের আমির অধ্যাপক মোঃ আব্দুল লতিফ সাহেব এর সভাপতিত্বে সিরাজগঞ্জ পৌর শাখার সেক্রেটারি মাওলানা মোঃ মোস্তফা মাহমুদের সঞ্চালানায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলাম। আরো বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি মোঃ শহীদুল ইসলাম, সদর উপজেলা আমির অ্যাডভোকেট নাজিম উদ্দীন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট সাইদুল ইসলাম, ছাত্রশিবির শহর শাখার সভাপতি শামীম রেজা প্রমুখ। এসময়ে
সমাবেশ ও গণমিছিল হাজার হাজার নেতাকর্মীদের অংশ গ্রহণে সমাবেশ ও গণমিছিল শ্লোগানে শ্লোগানে মুখরিত করে পুরো শহর।